ফখর জামান, রেকর্ড সমুদ্রের নাবিক!

যেন এক রেকর্ড সমুদ্রে ভাসছেন পাকিস্তানের ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডেতে ১৯ রানে ফিরেছেন। তবে এ দিন অন্য এক সুখবর পেয়েছেন পাকিস্তানি এ ওপেনার।

আগের তিন ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি হাঁকানো ফখর জামান এবার আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে। তাঁর উপরে এখন রয়েছেন শুধুই বাবর আজম।

অবশ্য র‍্যাংকিংয়ে বাবর আজমের পিছনে থাকলেও আগের ম্যাচে ১৮০ রানের ইনিংস খেলে নতুন এক কীর্তিতে বাবরকে পিছনে ফেলেছেন ফখর। ১৮০ রানের সে ইনিংস খেলার পথে একদিনের ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন এ ওপেনার। আর এতেই বাবরকে টপকে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের রেকর্ডটি ফখরের দখলে চলে যায়।

রেকর্ডের এখানেই শেষ নয়। ১৮০ রানের ইনিংসের সৌজন্যে ফখর জামান একটি জায়গায় ছাপিয়ে গিয়েছেন শচীন টেন্ডুলকারকেও। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৮০ বা এর চেয়ে বেশি রানের ইনিংসের সংখ্যা ২৯ টি। এর মধ্যে সর্বোচ্চ তিনটি করে ১৮০+ রানের ইনিংস আছে তিনজনের।

ভারতের রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের সঙ্গে এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন ফখর জামান। এ তিন জন বাদে দুটি করে এমন ইনিংস আছে শচীন টেন্ডুলকার আর ভিভ রিচার্ডসের।

তবে একটি জায়গায় রোহিত শর্মা, গাপটিল, শচীন, রিচার্ডস- সবাইকে টপকে গিয়েছেন ফখর। সেটি হলো- রান তাড়া করতে নেমে ফখর জামান ১৮০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন ২ বার। যে কীর্তি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আর একজনেরও নেই।

রোহিত শর্মার তিন ডাবল সেঞ্চুরির তিনটিই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং করে। গাপটিলের তিন ১৮০+ রানের ইনিংসের মধ্যে দুটিই প্রথমে ব্যাট করে। একই ভাবে শচীন টেন্ডুলকার আর ভিভ রিচার্ডসের ১৮০+ রানের ইনিংস খেলেছেন প্রথমে ব্যাটিং করে।

ফখর জামানের তিনটি ১৮০+ রানের ইনিংসের যে একটিতে তিনি ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন সেটি এসেছিল প্রথমে ব্যাট করে। ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫৬ বলে করেছিলেন ২১০ রান। ঐ ইনিংস ছাড়া ১৮০ ঊর্ধ্ব বাকি দুটি ইনিংসই তিনি খেলেছিলেন রান তাড়া করতে নেমে।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮০ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ম্যাচ জেতাতে পারলেও অন্য ইনিংসের তিনি শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি।

২০২১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে ম্যাচে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৩৪২ রান। প্রোটিয়াদের পাহাড়সম সংগ্রহ তাড়া করতে নেমে ২০৫ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে এক ফখর জামানই সেদিন পাকিস্তানকে ম্যাচে রেখেছিলেন।

সেঞ্চুরি পূরণের পর হেঁটেছিলেন ডাবল সেঞ্চুরির পথেও। কিন্তু শেষ পর্যন্ত ১৫৫ বলে ১৯৩ রানের ইনিংস খেলে আউট হয়ে যান তিনি। আর ফখর আউট হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৩২৪ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে দিন একরাশ আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছিলেন ফখর জামান। ডাবল সেঞ্চুরি মিসের চেয়েও সেদিন ম্যাচ হারের হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। তবে রাউলপিন্ডিতে এসে এবার সমস্ত আক্ষেপ দূর করেন দুর্দান্ত এক ইনিংস দিয়ে।

কিউদের দেওয়া ৩৩৬ রানের লক্ষ্যটাও তাঁর ১৮০ রানের ইনিংসের সুবাদে সহজ হয়ে পড়ে। এতটাই সহজ ও সাবলীয় জয় যে, ৭ উইকেট আর ১০ বল হাতে রেখেই নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য টপকে যায় পাকিস্তান।

১৭ চার ও ৬ ছক্কায় সাজানো এমন ইনিংস ফখর জামানও পৌঁছে যান অনন্য উচ্চতায়। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় অনন্য এক রেকর্ড তো গড়েছেনই। একই সাথে, নিজেকে নিয়ে গেছেন ওয়ানডে র‍্যাংকিংয়ের দ্বিতীয় সেরার অবস্থানে।

ক্যারিয়ার সেরা ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাবরের পরের অবস্থানেই আছেন ফখর জামান। যদিও বাবর থেকে তিনি পিছিয়ে আছেন ১০৩ রেটিং পয়েন্টে। ১০ থেকে একলাফে ফখর দুইয়ে চলে আসায় এখন র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনজনই পাকিস্তানের।

বাবর, ফখর বাদে সেরা পাঁচে আরেক ব্যাটার হচ্ছেন ইমাম উল হক। তাঁর অবস্থান পাঁচে। এখন দেখার পালা, ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানি ব্যাটারদের এই আধিপত্য কতদিন অটুট থাকে। আর ফখর জামানই বা নিজেকে কোন উচ্চতায় নিয়ে যাবেন, সেদিকেও চোখ থাকছে নিশ্চিতভাবেই।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link