বিশ্বকাপে হাফ সেঞ্চুরির ঝড়

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুত রান করতে পারার গুরুত্বটা নতুন করে বলার কিছু নেই। বিশ্বকাপ জমে ওঠার অন্যতম কারণও ব্যাটসম্যানদের এই আক্রমণাত্মক ব্যাটিং । তবে বিশ্বকাপে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটিং করে রীতিমত রেকর্ড করে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিগুলো নিয়েই এই তালিকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন বেশ জমে উঠেছে। বিশ্বকাপের শুরু থেকেই অনবদ্য ক্রিকেট খেলছে পাকিস্তান। ওদিকে ওয়ানডে চ্যাম্পিয়ান ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে শিরোপার দিকেই। এরমধ্যে আবার বিশ্বকাপের হট ফেভারিট ভারত বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুত রান করতে পারার গুরুত্বটা নতুন করে বলার কিছু নেই। বিশ্বকাপ জমে ওঠার অন্যতম কারণও ব্যাটসম্যানদের এই আক্রমণাত্মক ব্যাটিং । তবে বিশ্বকাপে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটিং করে রীতিমত রেকর্ড করে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরিগুলো নিয়েই এই তালিকা।

  • শোয়েব মালিক (পাকিস্তান)

এই তালিকার নয়া সংযোজন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে প্রায় ২২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। প্রায় ৪০ বছর বয়সে এসেও দারুণ ভাবে টি-টোয়েন্টি ক্রিকেটটা খেলে যাচ্ছেন। তবে গতকাল শারজায় এক নতুন কীর্তি করলে। স্কটল্যান্ডের বিপক্ষে করেছেন বিধ্বংসী এক হাফ সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি গুলোর মধ্যে একটি জায়গা করে নিয়েছে তাঁর এই ইনিংস। মাত্র ১৮ বলে করেছেন অপরাজিত ৫৪ রান। ইনিংসটিতে ছিল ৬ টি ছয় ও ১ টি চার। তাঁর এই ইনিংসে ভর করে ১৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

  • লোকেশ রাহুল (ভারত)

ভারতের ওপেনার লোকেশ রাহুলও এই তালিকায় জায়গা করে নিয়েছেন এবারের বিশ্বকাপে। তাঁর এই ইনিংসটিও এসেছে গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ইনিংস দিয়ে রাহুলও জায়গা করে নিয়েছেন দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায়।

স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দুবাই এ। সেখানে স্কটল্যান্ডের দেয়া ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে ভারত। ওদিকে রাহুল একাই ১৮ বলে করেন ৫০ রান। তাঁর ইনিংসটিতে ছিল ৩ টি ছয় ও ৬ টি চার।

  • গ্ল্যান ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানদের একজন এই অজি ক্রিকেটার। গ্ল্যান ম্যাক্সওয়েল তাঁর আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য পুরো ক্রিকেট দুনিয়াতেই নিজের সুনাম কুড়িছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের জাদু দেখিয়েছেন এই ব্যাটসম্যান।

গ্ল্যান ম্যাক্সওয়েল তাঁর বিধ্বংসী এই হাফ সেঞ্চুরিটি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে এই ইনিংস খেলেন তিনি। সেদিন মাত্র ৩৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ইনিংসটিতে ছিল ৬ টি ছয় ও ৭ টি চার। তবে হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ১৮ বলেই।

  • স্টিফেন মাইবার্গ (নেদারল্যান্ড)

স্টিফান মাইবার্গে জন্ম হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তবে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন নেদারল্যান্ডের হয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডের হয়ে বেশ সফল ব্যাটসম্যান তিনি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ক্যারিশমা দেখিয়েছিলেন মাইবার্গ।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের সেই বিধ্বংসী ইনিংসটি খেলেন মাইবার্গ। আয়ারল্যান্ডের দেয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এই ইনিংসটি খেলেছিলেন তিনি। মাত্র ১৭ বলেই তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। খেলেছিলেন ২৩ বলে ৬৩ রানের ইনিংস। তাঁর এই ইনিংসে সহজ জয়ই পেয়েছিল নেদারল্যান্ড।

  • যুবরাজ সিং (ভারত)

এই তালিকায় যুবরাজ সিং এর নাম না আসাটাই বিস্ময়কর। টি-টোয়েন্টি ক্রিকেটেরই দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক ভারতের এই ব্যাটসম্যান। তাও বিখ্যাত সেই ইনিংসটি খেলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে।

তাঁর এই ইনিংসটি আরো একটি কারণে বিখ্যাত হয়ে আছে। কেননা এই ম্যাচেই তিনি ছয় ছক্কা মেরেছিলেন। সবমিলিয়ে ১৬ বলের সেই ইনিংসটি থেকে এসেছিল ৫৮ রান। ইনিংসটিতে ছিল ৭ টি ছয় ও ৩ টি চার। তবে হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ১২ বলেই। এটিই টি-টোয়েন্টি ক্রিকেটে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...