জয় নিয়েই বিদায় বিরাট ও ভারতের

আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচ নিউজিল্যান্ডের জয়ের পর সব সমীকরণ টপকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত। অপরদিকে নামিবিয়াও এক ম্যাচ জিতলেও সেমির দৌড়ে ছিটকে গেছে অনেক আগেই। নিছক আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করলো ভারত।

আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচ নিউজিল্যান্ডের জয়ের পর সব সমীকরণ টপকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ভারত। অপরদিকে নামিবিয়াও এক ম্যাচ জিতলেও সেমির দৌড়ে ছিটকে গেছে অনেক আগেই। নিছক আনুষ্ঠানিকতার ম্যাচে নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করলো ভারত।

১৩৩ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভার‍ত। লোকেশ রাহুল ও রোহিত শর্মা শুরু থেকেই চড়াও হয়ে খেলেন নামিবিয়ান বোলারদের উপর। ওপেনিং জুটিতে দুজনে মিলে গড়েন পঞ্চাশ রান। এরপর একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে রোহিত তুলে নেন ব্যক্তিগত ফিফটি। দু’জনে মিলে ওপেনিং জুটিতে গড়েন ৮৬ রান! এরপর দলীয় ৮৬ রানে ৩৭ বলে ২ ছক্কা ও ৭ চারে ব্যক্তিগত ৫৬ রানে ফিরেন রোহিত শর্মা।

এরপর লোকেশ রাহুলের সাথে জুটি গড়েন সুরিয়াকুমার যাদব। দু’জনেই মারমুখি হয়ে খেলতে থাকেন। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে ৩৫ বলে ফিফটি তুলে নেন রাহুল। সুরিয়াকুমারের অপরাজিত ২৫ ও রাহুলের ৫৪ রানে ২৮ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভার‍ত। নামিবিয়ার পক্ষে একমাত্র উইকেটটি শিকার করেন জান ফ্রাইলিংক। টানা তিন জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলো ভারত, অপরদিকে সুপার টুয়েলভে এক জয় নিয়ে বিদায় নিলো নামিবিয়া।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় নামিবিয়ান ওপেনাররা। ওপেনিং জুটিতেই আসে ৩৩ রান। এরপর বুমরাহ-জাদেজার দাপটে মাত্র ৬ রানের মাথায় শেষ তিন ব্যাটার! ভ্যান লিঙ্গেনের পর বার্ড, উইলিয়ামসরা ফেরেন দ্রুতই। চতুর্থ উইকেটে ৮ রান যোগ করলেই আউট লফটি-ইটন। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে নামিবিয়া।

এরপর অধিনায়ক গারহার্ড ইরাসমাস ও ডেবিড উইসের ব্যাটে কিছুটা ভীত গড়ে নামিবিয়া। পঞ্চম উইকেটে দু’জনে মিলে যোগ করেন ২৫ রান। এরপর দলীয় ৭২ রানে ব্যক্তিগত ১২ রানে আউট হন এরাসমাস। স্মুটস, জ্যান গ্রিনরাও ফিরেন দ্রুতই। একপ্রান্তে উইসে থিতু হলেও বাকিরা যোগ্য সাপোর্ট দিতে পারেননি। ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে তখন চরম বিপর্যয়ে নামিবিয়া।

এরপর উইসে ২৬ রানে ফিরলেও জান ফ্রাইলিংকের অপরাজিত ১৫ ও ট্রাম্পেলম্যানের ৬ বলে ১৩ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে নামিবিয়া।

  • সংক্ষিপ্ত স্কোর

নামিবিয়া – ১৩২/৮ (২০ ওভার); উইসে ২৬ (২৫), বার্ড ২১ (২১), ফ্রাইলিংক ১৫ (১৫); জাদেজা ৪-০-১৬-৩, অশ্বিন ৪-০-২০-৩, বুমরাহ ৪-০-১৯-২।

ভারত – ১৩৬/১ (১৫.২ ওভার); রোহিত ৫৬ (৩৭), রাহুল ৫৪* (৩৬), সুরিয়া ২৫*(১৯); ফ্রাইলিংক ২-০-১৭-১, ট্রাম্পেলম্যান ৩-০-২৬-০।

ফলাফল: ভারত ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা (ভারত)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...