অলরাউন্ডারদের দৌড়ে বরাবরই এগিয়ে থাকেন সাকিব আল হাসান। সেখানে ফরম্যাট যাই হোক না কেন। আইসিসির র্যাংকিংও সেই কথাই বলে। এবার সেই পথে হাঁটলেন আকাশ চোপড়াও। তার মতে, ওয়ানডে ফরম্যাটে সব অলরাউন্ডারদের বাবা হলেন সাকিব।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি ওয়ানডে ফরম্যাটের সেরা অলরাউন্ডারদের তুলনামূলক বিশ্লেষণ করেন। সেখানে তিনি পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছেন যে, এই মুহূর্তে সেরা সাকিব। বিশ্বকাপে এবারও সাকিব গেল আসরের পুনরাবৃত্তি করলে সাবেক ভারতীয় এই ক্রিকেটার অবাক হবেন না বলেও জানিয়েছেন।
সাকিব গত এক বছরে ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৫.০৭ গড়ে সাকিব করেছেন ৪৫৬ রান। অন্যদিকে এই ফরম্যাটে বল হাতে সাকিবের শিকার ২০ উইকেট। আকাশ চোপড়া বলেন, ‘এই মুহূর্তে বিশ্বের সব অলরাউন্ডারদের বাবা হলেন সাকিব। সবাই যদি এক পাশে থাকে তাহলে অন্য পাশে থাকবেন সাকিব।
২০১৯ বিশ্বকাপের কথা স্মরণ করলেন আকাশ চোপড়া। বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়েন সাকিব। আকাশ চোপড়া বলেন, ‘২০১৯ বিশ্বকাপের কথা আপনাদের মনে আছে? সেবার সে খেলে বুঝিয়ে দিয়েছিল এই বিশ্বকাপের আসরটা তার।’
ব্যাটিং কিংবা বোলিং – দু’টোই সমান ভাবে দলের কাজে আসেন। সব বিভাগে পারফরম করেন। আকাশ চোপড়া বলেন, ‘গেল এক বছরের পরিসংখ্যান বলে সাকিব প্রতি ম্যাচে ৪০ টার মত বল মোকাবেলা খেলেন। বোলিং করেন ৮-১০ ওভারে। ম্যাচ প্রতি দু’টো করে উইকেট নেন। ইকোনমি রেট দারুণ। সবাই যদি এক পাশে থাকে, অলরাউন্ডারদের তালিকায় সাকিব আরেক পাশে।’
ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর বসবে ভারতে। যেখানে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন সাকিব – মনে করেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। যেখানে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন সাকিব। আর সেটা হলে আমি মোটেও অবাক হবো না।’