ফাহিমের শিকার গুনে গুনে পাঁচ ব্যাটার!

ফাহিম আশরাফের ছোড়া একেকটা বলের কোনো জবাব নেই ব্যাটারের কাছে। ফাইফার তুলে একাই গুটিয়ে দিলেন চট্টগ্রাম রয়্যালসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দ্বাদশ আসরটা ফাহিম শুরু করলেন ব্যাটারদের আতঙ্ক হয়ে।

ফাহিম আশরাফের ছোড়া একেকটা বলের কোনো জবাব নেই ব্যাটারের কাছে। ফাইফার তুলে একাই গুটিয়ে দিলেন চট্টগ্রাম রয়্যালসকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দ্বাদশ আসরটা ফাহিম শুরু করলেন ব্যাটারদের আতঙ্ক হয়ে।

মাত্র ৩.৫ ওভার হাত ঘুরিয়েছেন ফাহিম। বিনিময়ে রান দিয়েছেন মাত্র ১৭। পাওয়ারপ্লেতে প্রথম ওভারে দিয়েছিলেন সাত রান। তখনও আভাস পাওয়া যায়নি পরবর্তী এক ঝড় আসবেন তিনি। যা লণ্ডভণ্ড করে দেবে চট্টগ্রামের ব্যাটিং লাইন-আপ।

অধিনায়ক নুরুল হাসান সোহান ফাহিমকে ফেরালেন ইনিংসের সপ্তম ওভারের মাথায়। ফাহিম এসেই তুলে নেন অনভিজ্ঞ মাহফিজুল ইসলাম রবিনকে। শুরু করেন উইকেট তোলার মিশন।

১১তম ওভারে এসে তিন রানের বিনিময়ে জোড়া শিকার তার। মাসুদ গুরবাজের ক্যাচ দারুণভাবে নিজেই তালুবন্দি করে নেন। চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদীকে নিজের ঝুলিতে পুরেন।

নিজের কোটার শেষ ওভার করতে এসে এবারও একই কাজ করলেন। টেল এন্ডারদের দাঁড়ানোর সুযোগই দিলেন না ক্রিজে। ফাহিমের একের পর এক আঘাতে জর্জরিত চট্টগ্রাম শিবির গুটিয়ে যায় স্রেফ ১০২ রানে।

লাইন-লেন্থে মেপে মেপে বোলিং করেছেন পুরোটা সময়। প্রতিটা বলে ভ্যারিয়েশন এনেছেন, ব্যাটারকে গোলকধাঁধায় ফেলেছেন। নিজের শিকার বানিয়েছেন গুনে গুনে পাঁচজনকে। পেয়েছেন দ্বাদশ আসরে প্রথম ফাইফারের দেখা।

ফাহিম আশরাফ যেকোনো দলের জন্য ট্রাম্প কার্ড। রংপুর রাইডার্স তাই আসল সোনা খুঁজে পেতে ভুল করেনি। ফাহিমও সেই আস্থার প্রতিদান দিলেন প্রথম ম্যাচেই। তাও আবার ফাইফার তুলে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link