টাইমড আউট, পক্ষে-বিপক্ষে যত কথা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পরাজয় ছাপিয়ে ক্রিকেট বিশ্বের আলোচনার হট টপিক এখন অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট। প্রথম ইনিংসের ২৫তম ওভারের কথা, সাদিরা সামারাবিক্রমা ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছেন ড্রেসিংরুমে। পরবর্তী ব্যাটার হিসেবে বাইশ গজেও চলে এসেছেন ম্যাথুস।

কিন্তু যখনি ব্যাটিং করতে যাবেন তখনই হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল তাঁর। ফলে দেরি হয়ে যায়, আর সেটারই সূত্র ধরে তাঁকে টাইমড আউট দেন আম্পায়াররা। যদিও ইনিংস বিরতিতে চতুর্থ আম্পায়ার স্পষ্ট করেছিলেন যে, মাঠে আসতেই দেরি করেছেন লঙ্কান ক্রিকেটার।

তবু বিতর্ক থেমে থাকেনি। নামি দামী ক্রিকেটাররাও যোগ দিয়েছেন সেসব বিতর্কে। ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর ‘এক্স’-এ লিখেছেন, ‘দিল্লিতে আজ যা হয়েছে সেটা অত্যন্ত দু:খজনক।’ এছাড়া ডেল স্টেইন লিখেছেন, ‘ওহ, দ্যাট ওয়াজ নট কুল!’

অন্যদিকে সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন লিখেছেন, ‘হেলমেটের কারণে টাইমড আউট.. এটা নতুন কিছুই।’ যদিও বাংলাদেশের অধিনায়ককে সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি; বলেছেন যে, ‘এখন সাকিবকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে। কিন্তু সে তাঁর জায়গা থেকে যা করেছে তা ঠিক। ক্রিকেটের নিয়ম তো তাই বলে।’

ঠিক উল্টো অবস্থানে রয়েছেন মার্ক ওয়াহ। তিনি লিখেছেন, ‘স্পিরিট অব ক্রিকেটের কথা বাদ দিন, নিয়মের কথাও ভুলে যান। আবেদন করা তো দূরে থাক, একজন সৎ মানসিকতার ক্রিকেটার কিভাবে এ ধরনের আউটের কথা ভাবতে পারে সেটাই ভাবনার বিষয়।’

বর্তমান ক্রিকেটারদের মধ্যে উসমান খাজা সরব হয়েছেন এই ব্যাপারে। সামাজিক মাধ্যমে দেয়া তাঁর পোস্টটি ছিল এমন – অ্যাঞ্জেলো ক্রিজে এসেছিল এবং তারপর তাঁর হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছে। এটা কিভাবে আউট হয়? সে যদি সময়মত ক্রিজে না আসতো তাহলে এই আউট নিয়ে আমার আপত্তি থাকতো না। কিন্তু যা হয়েছে সেটা তো ক্রিজে থাকা কোন ব্যাটার রেডি হতে তিন/চার মিনিট সময় নেয়ার মতই।’

স্যাম বিলিংস অবশ্য মতামত দেননি, বরং মজা নিয়েছেন এটা নিয়ে। একটা ভিডিও শেয়ার করেছেন এই ইংলিশ ব্যাটার; যেখানে লেখা ছিল, সাকিব ম্যাথুসকে আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান করতে বলছেন। তবে সেই ভিডিওর নিচের দিকে বিশ্বসেরা অলরাউন্ডারের স্ট্যাম্পে লাথি মারার ক্লিপ দেয়া রয়েছে। আর সেটিই বিনোদন দিচ্ছে নেটিজেনদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link