দেশ আগে নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট? আল্লাহ গজনফর যেন এই প্রশ্ন নিতেই নারাজ। তিনি, দু’টোই চালিয়ে যাচ্ছেন একই সাথে, সমান তালে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই জাতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক সাথে খেলে যাচ্ছেন আফগানদের নবাগত এই রহস্য স্পিনার।
২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর – এই তিন দিনে তিনি খেলেছেন পেশাদার ক্রিকেটের দু’টি ভিন্ন ফরম্যাটের চারটি ম্যাচ। দুু’টো আবার ওয়ানডে ক্রিকেট। এতো স্ট্যামিনা, এত ডেডিকেশন কিংবা প্যাশন – কোথা থেকে পান গজনফর!
শুক্রবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মাঠে নামেন। দল হারলেও দলের সবচেয়ে কৃপণ বোলার ছিলেন তিনি। দুবাইয়ে ম্যাচ খেলেই তিনি চলে যান আবুধাবিতে। টি-টেন লিগে তিনি খেলেন টিম আবুধাবির হয়ে – একাদশের অপরিহার্য্য সদস্য তিনি।
৩০ ডিসেম্বর, শনিবার সেখানে নেমে গিয়ে নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫ রান দিয়ে নেন এক উইকেট। বিশ্রাম নেই, ফিরে আসেন শারজাহতে।
রোববার সকালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে মাঠে নামেন শারজাহতে। ৩৫ রান দিয়ে নেন তিন উইকেট। ম্যাচ খেলেই আবার ছুটে আসেন আবুধাবিতে। সেখানে আবার মাঠে নেমে উইকেটও পান।
এর অর্থ হল, তিন দিনে গজনফর দু’টি ভিন্ন ফরম্যাটে ২৪০ ওভার ক্রিকেট খেলেছেন। গড়ে এক দিনে দাঁড়াচ্ছে ৮০ ওভার। এর জন্য গজনফরকে তিনটি ভিন্ন ভেন্যুতে দৌঁড়াতে হয়েছে। এই পরিশ্রম তো টেস্ট ক্রিকেটের চেয়েও বেশি।
১৮ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য ইদানিং বিশ্ব ক্রিকেটের আলোচিত মুখ। ক’দিন আগেই আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ নিয়ে ছেলেখেলা করেছেন। ‘নবাগত মুজিব উর রহমান’ খ্যাত গজনফরকে ঘিরে আইপিএল নিলামেও এবার ঝড় উঠেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে চার কোটি ৮০ লাখ রুপির বিনিময়ে দলে নেয়।
গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন তিনি। নিলামের সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কেকেআরও আফগান এই স্পিনারের প্রতি আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স বাজিমাত করে নিলামে। দলের চাহিদার প্রতি যিনি এমন ডেডিকেটেড, তাঁকে কে না চাইবে!