ধোনি খেলছেন না কি খেলছেন না?

মহেন্দ্র সিং ধোনি খেলবেন নাকি খেলবেন না – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) ঘিরে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি। তিনি নিজে অবশ্য আগ্রহী আগামী মৌসুমে খেলার ব্যাপারে, চেন্নাই সুপার কিংসও পোস্টার বয়কে ধরে রাখতে বদ্ধপরিকর। তবে শেষমেশ ব্যাটে বলে হবে কি না সেটা নির্ভর করছে রিটেনশন পলিসির ওপর।

২০২১ সাল পর্যন্ত পাঁচ বছর বা এর চেয়ে বেশি সময় আগে জাতীয় দল থেকে অবসর নেয়া ক্রিকেটারদের ‘আনক্যাপড’ তালিকায় রাখা হত। ফলে এমন কাউকে রিটেন করতে মূল রিটেন লিস্টে কাটা ছেঁড়া করতে হয় না। তাছাড়া পারিশ্রমিকও তুলনামূলক কম হয়, মাত্র ৪ কোটি রুপি।

তাই তো ফ্রাঞ্চাইজি ও বিসিসআইয়ের বৈঠকে চেন্নাই পুরনো নিয়ম ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল। বিসিসিআই সেটা নিয়ে ভাববে জানিয়েছে ঠিকই তবে বাকি দলগুলোর কাছ থেকে সমর্থন পায়নি পাঁচ বারের চ্যাম্পিয়নরা। সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কাব্য মারান তো সরাসরি বিরোধিতা করেছেন।

এমতাবস্থায় ধোনিকে তাকিয়ে থাকতে হবে রিটেনশন সীমার দিকে। যদি চার জনের বেশি ক্রিকেটারকে ধরে রাখা যায়, তাহলে তিনি থাকবেন সেটা প্রায় নিশ্চিত। অন্যথায় তাঁকে দলে রাখা কঠিন হয়ে পড়বে ম্যানেজম্যান্টের জন্য।

নিজের ভবিষ্যৎ নিয়ে ক্যাপ্টেন কুল বলেন, ‘এখনো সময় আছে অনেক, তাঁরা রিটেনশন নিয়ে কি সিদ্ধান্ত দেয় সেটা দেখতে হবে। নিয়ম-নীতি চূড়ান্ত হয়ে গেলে আমি আমার সিদ্ধান্ত নেব। তবে যেই সিদ্ধান্ত নিই, সেখানে দলের স্বার্থ সবচেয়ে গুরুত্ব পাবে।’

আইপিএলের অন্যতম সফল ফ্রাঞ্চাইজি হিসেবে চেন্নাই প্রতিবার শক্তিশালী স্কোয়াড তৈরি করে। মেগা নিলামের তাই পরিকল্পনা সুসংহত করতে হবে তাঁদের। এখন দেখার বিষয়, সর্বজয়ী অধিনায়ককে তাঁরা আরো এক আসরের জন্য দলে রাখতে পারে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link