গৌতম গম্ভীরের হাত ধরেই ভারতীয় টেস্ট ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। নিজের মতো করেই দল গুছিয়ে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছে গম্ভীর স্বাধীনতা চেয়েছেন। ইংল্যান্ড সফর থেকেই দেখা যাবে তার পরিকল্পনার বাস্তবায়ন।
কিছুদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন রোহিত এবং বিরাট। তাদের বিদায়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন গৌতম গম্ভীর। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে গম্ভীর বোর্ডের কাছে টেস্ট দলে পূর্ণ স্বাধীনতা চেয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এবং অস্ট্রেলিয়ায় টেস্টে ব্যর্থতার কারণেই মূলত গম্ভীর নতুন পরিকল্পনা সাজানোর সিদ্ধান্ত নেন।
জানা গেছে, প্রধান নির্বাচক অজিত আগারকর নিজেই বিরাট কোহলি ও রোহিত শর্মাকে জানিয়েছেন যে তিনি ইংল্যান্ড সফরের জন্য তরুণদের নিয়ে দল গড়তে চান। আর সেই প্রেক্ষিতেই দুই অভিজ্ঞ ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এখন বড় প্রশ্ন— কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক? এই নিয়ে জোর আলোচনা চলছে। সবচেয়ে আলোচনায় আছেন শুবমান গিল। তার নেতৃত্বে একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গঠিত হতে পারে ভারতের নতুন টেস্ট দল। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এই ইংল্যান্ড সফর দিয়েই শুরু হতে যাচ্ছে ভারতের ২০২৭ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা। আর এই সিরিজ দিয়েই হয়তো শুরু হবে ভারতের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা।
আরও একটি বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে — ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন স্কোয়াড তৈরির পরিকল্পনা করছে ভারত। অর্থাৎ, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আলাদা আলাদা দল। এমনটি ভারতের ক্রিকেট ইতিহাসে আগে কখনো হয়নি।
সব মিলিয়ে গৌতম গম্ভীরের অধীনে ভারতের টেস্ট ক্রিকেটে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজ ভারতের ক্রিকেটের জন্য হতে পারে এক ঐতিহাসিক মাইলফলক, যা নতুন নেতৃত্ব, নতুন চিন্তা ও নতুন চ্যালেঞ্জ দিয়ে সাজানো। এবার দেখার পালা— তরুণদের এই দল মাঠে কেমন পারফর্ম করে।