হাসান আলীর পর দুই ওপেনার

চট্রগ্রাম টেস্টে দ্বিতীয় দিনশেষে এগিয়ে রয়েছে পাকিস্তান। লিটনের সেঞ্চুরি আর মুশফিকের নার্ভাস নাইন্টির ঘরে আউট হওয়ার পরে বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে বিনা উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

চট্রগ্রাম টেস্টে দ্বিতীয় দিনশেষে এগিয়ে রয়েছে পাকিস্তান। লিটনের সেঞ্চুরি আর মুশফিকের নার্ভাস নাইন্টির ঘরে আউট হওয়ার পরে বাকিদের ব্যর্থতায় প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে বিনা উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই হাসান আলীর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন দাস। ২৩৩ বলে ১১ চার ও ১ ছয়ে ১১৪ রানে ফিরেন তিনি। প্রায় দুই বছর দলের সাথে থাকার পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি পূরণ করতে পারেননি ভক্তদের আশা। শাহীন আফ্রিদির বলে দৃষ্টিনন্দন শটে বাউন্ডারি আদায় করলেও হাসান আলীর বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪ রানেই ফিরেন তিনি। অভিষেকটা রঙিন করতে পারেননি রাব্বি।

একপ্রান্তে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন মুশফিক। তবে যেতে পারেননি সেই মাইলফলকে। দলীয় ২৭৬ রানে ব্যক্তিগত ৯১ রানে ফাহিম আশরাফের হাতে কাটা পড়েন মুশফিক। ক্যারিয়ারে চতুর্থবার নার্ভাস নাইন্টিসের শিকার হয়ে ফিরেন মুশি। ২৭৬ রানে ৭ উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে বাংলাদেশ। অষ্টম উইকেটে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের ২৮ রানের জুটি দলীয় রান তিনশো’র কোটা ছুঁতে পারে।

এরপর ৩০৪ রানে ব্যক্তিগত ১১ রানে আউট হন তাইজুল। আবু জায়েদকে নিয়ে মিরাজ চেষ্টা করছিলেন আরো কিছু রান যোগ করতে। কিন্তু লাঞ্চ বিরতির আগের ওভারে তিন বল বাকি থাকতে হাসান আলীর শিকার হয়ে পর পর দুই বলে আউট আবু জায়েদ ও এবাদত হোসেন!

একপ্রান্তে ৩৮ রানে পড়ে রইলেও অর্ধশতক তুলতে পারেননি মিরাজ। অবশ্য মিরাজের ব্যাটেই শেষ পর্যন্ত ৩৩০ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে হাসান আলী একাই শিকার করেন ৫ উইকেট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই দৃঢ়তার সাথে ব্যাট করতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। দ্বিতীয় দিনশেষে এই দুই ওপেনারের জোড়া ফিফটিতে কোনো উইকেট না হারিয়ে দিনশেষে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। আবিদ আলী ৯৩ ও অভিষিক্ত আব্দুল্লাহ শফিক অপরাজিত আছেন ৫২ রানে।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ (১ম ইনিংস) – ৩৩০/১০ (১১৪.৪ ওভার); লিটন ১১৪ (২৩৩), মুশফিক ৯১ (২২৫), মিরাজ ৩৮(৬৮)* ; হাসান ২০.৪-৫-৫১-৫, শাহীন ২৭-৮-৭০-২, ফাহিম ১৪-২-৫৪-১, সাজিদ ২৭-৫-৭৯-১।

পাকিস্তান (১ম ইনিংস) – ১৪৫/০ (৫৭ ওভার); আবিদ ৯৩* (১৮০)*, শফিক ৫২* (১৬২)।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...