ব্যাগি গ্রিন – অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঐতিহ্য। লম্বা সময় সেই ঐতিহ্য আকড়ে ছিলেন গ্রেগ চ্যাপের, অজিদের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। তবে, বাসা পাল্টাতে গিয়ে প্রিয় সেই টুপি হারিয়ে ফেলেছেন সাবেক এই গ্রেট।
বাড়ি বদলেছিলেন গ্রেগ চ্যাপেল। সেই সময়ই হারিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে পাওয়া তাঁর ব্যাগি গ্রিন টুপি। সংবাদ মাধ্যমের কাছে আক্ষেপ নিয়ে সেই কথাই বলেন চ্যাপেল।
তিনি বলেন, ‘এক জায়গায় বেশ কিছু জিনিস রাখা ছিল। প্রায় ১০ বছর ধরে সেগুলো ওখানে ছিল। আমরা যখন অ্যাডিলেডে চলে যাই, তখন সেই সব জিনিসগুলো দেখা হচ্ছিল। ভেবেছিলাম টুপিটা ওখানেই আছে। কিন্তু ছিল না। জানি না কোথায় হারিয়ে গেল। মনে হচ্ছে ওখানেই রেখেছিলাম, কিন্তু পাওয়া গেল না।’
শুধু টুপি নয়, ক্রিকেট খেলতে গিয়ে পাওয়া অনেক সম্মাননার স্বারকও হারিয়ে ফেলেছেন চ্যাপেল। তবে, তাঁর হতাশাটা চূড়ায় উঠেছে ব্যাগি গ্রিন হারিয়ে। যদিও ক্রিকেট জীবনে একাধিক ব্যাগি গ্রিন পরেছিলেন তিনি। চ্যাপেল তাঁর একটি টুপি ইংল্যান্ডের জিওফ্রে বয়কটকেও দিয়েছিলেন। চার বছর আগে নিলামে টুপিটি প্রায় ১৩ লক্ষ টাকায় বিক্রি হয়।
একটি টুপি নিজের জন্য রেখে দিয়েছিলেন চ্যাপেল। সেটিই হারিয়ে ফেলেছেন তিনি। চ্যাপেল বলেন, ‘ওই টুপিটা হারিয়ে আমি খুবই হতাশ।’
অস্ট্রেলিয়ার হয়ে ৮৭ টি টেস্ট খেলেছিলেন চ্যাপেল। করেছিলেন ৭১১০ রান, গড় ৫৩.৮৬। টেস্টে ২৪ টি শতরান করেছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে খেলেছিলেন ৭৪ টি ম্যাচ। তিনটি সেঞ্চুরি-সহ করেছিলেন ২৩৩১ রান। ভারতের কোচও ছিলেন এক সময়। সে সময়, খোদ সৌরভ গাঙ্গুলির সাথে তাঁর দ্বন্দ্ব পৌঁছে গেছে শিল্পের পর্যায়ে।