গুজরাট থেকে ভিনদেশে

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সহজ কোন কাজ নয়। ভারতের হয়ে জাতীয় দলে খেলতে হলে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়েই আসতে হয়। ফলে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ভিন্ন কোন দেশে পাড়ি জমিয়েছেন। গুজরাটে জন্ম নিয়ে অন্য কোন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের নিয়েই এই তালিকা।

ভারতের ক্রিকেটে গুজরাট বেশ গুরুত্বপূর্ণ এক নাম। এমনকি রঞ্জি ট্রফিতে গুজরাটেরই মোট তিনটি দল আছে। এছাড়া জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা কিংবা হার্ডিক পান্ডেয়ার মত ক্রিকেটাররা উঠে এসেছেন এই গুজরাট থেকে। তবে শুধু ভারত নয়, বিশ্বের অন্যান্য দেশেও গুজরাটের জন্ম নেয়া অনেক ক্রিকেটার খেলছেন।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সহজ কোন কাজ নয়। ভারতের হয়ে জাতীয় দলে খেলতে হলে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়েই আসতে হয়। ফলে অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য ভিন্ন কোন দেশে পাড়ি জমিয়েছেন। গুজরাটে জন্ম নিয়ে অন্য কোন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা খেলোয়াড়দের নিয়েই এই তালিকা।

  • মোনাঙ্ক প্যাটেল (আমেরিকা)

ভারতের অনেক পরিচিত ক্রিকেটারই আমেরিকা পারি জমিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য। তাঁর মধ্যে গুজরাটে জন্ম নেয়া মোনাঙ্ক প্যাটেলও আছেন। এই মুহূর্তে আমেরিকা জাতীয় দলের হয়ে খেলছেন এই ক্রিকেটার। এমনকি আমেরিকা জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন এই ক্রিকেটার। সবমিলিয়ে আমেরিকার হয়ে ১৯ টি ওয়ানডে ও ১৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার।

  • নিসর্গ প্যাটেল (আমেরিকা)

আহমাবাদে জন্ম নেয়া আরেকজন ক্রিকেটার যিনি এখন খেলছেন আমেরিকার হয়ে। নিসার্গ প্যাটেল একজন ডানহাতি ব্যাটসম্যান ও বাঁহাতি স্পিনার। তিনি আমেরিকার হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৯ সালে। বাঁহাতি এই স্পিনার আটটি ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট। ব্যাট হাতেও আমেরিকার হয়ে তাঁর একটি ৫২ রানের ইনিংস রয়েছে।

  • তিমিল প্যাটেল (আমেরিকা)

আরেকজন গুজরাটে জন্ম নেয়া ক্রিকেটার যিনি আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি হচ্ছেন তিমিল প্যাটেল। তাঁর জন্ম হয়েছিল গুজরাটের আহমাবাদে। তিনি একজন ডান হাতি ব্যাটসম্যান ও লেগ স্পিনার। তিনি ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়েও খেলেছেন। তিনি এখন পর্যন্ত আমেরিকার হয়ে ৭টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

  • জিত রাভাল (নিউজিল্যান্ড)

এই তালিকায় তাঁর নামটাই সবচেয়ে বেশি আকর্ষণীয়। জন্ম আহমেদাবাদে। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ছিলেন তার স্কুলের বন্ধু। খেলেছেন স্কুল ক্রিকেটও। গুজরাটের হয়ে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেট। সেখানে তাঁর সতীর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা, আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, পিযুষ চাওলারা। এরপরই তার পরিবার চলে আসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে। ঘরোয়া ক্রিকেটে মুগ্ধ করার পর এই ওপেনারের নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয় ২০১৬ সালে।

  • কাশ্যপ প্রজাপ্রতি

 

গুজরাটের খেদা এলাকায় জন্ম নেয়া ক্রিকেটার কাশ্যপ হারিসভাই প্রজাপতি খেলছেন ওমানের হয়ে। ওমানের হয়ে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই ক্রিকেটার। ডানহাতি এই ব্যাটসম্যান ওমানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছেন। সর্বশেষ ২০২১ সালে ওমানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন ভারতীয় বংশদ্ভুত এই টপ অর্ডার ব্যাটার।

  • জয় ওদেদ্রা (ওমান)

জয় ওদেদ্রা ভারতে জন্ম নেয়া আরেকজন ক্রিকেটার যিনি ওমানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সৌরাষ্ট্রের পোরবান্দার এলাকায় জন্ম নেয়া এই অফ স্পিনার ২০১৮ সালে ওমানের হয়ে অভিষিক্ত হন। ওয়ানডে ক্রিকেটে বেশ সাফল্যও পেয়েছেন এই স্পিনার। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি এই স্পিনার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...