ক্রিকেটীয় দিক দিয়ে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক একটু বেশিই গাঢ়। তাই তো ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে তখন গুঞ্জন উঠেছিল আফগানিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করবে। অর্থাৎ টুর্নামেন্টে ভারত না থাকলে আফগানিস্তানও খেলবে এমন তথ্য জড়িয়ে পড়েছিল ক্রিকেটাঙ্গনে।
তবে এসবকে গুজব বলে উড়িয়ে দিলেন দেশটির ক্রিকেটাররা। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে নিজেদের আগ্রহের কথা জানিয়ে কথা বলেছেন দুই তারকা রহমানউল্লাহ গুরবাজ এবং মোহাম্মদ নবী।
দু’জনেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গ্লোবাল টি-টোয়েন্টি লিগে; নবী খেলছেন সারে জাগুয়ার্সের হয়ে, অন্যদিকে গুরবাজ আছেন বাংলা টাইগার্স মিসিসাগার শিবিরে। সেখান থেকেই পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের অংশগ্রহণ পুনরায় নিশ্চিত করেছেন তাঁরা।
আফগান অলরাউন্ডার বলেন, ‘আমরা পাকিস্তানে খেলার ব্যাপারে রোমাঞ্চিত এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মুখিয়ে আছি।’ – প্রায় একই বার্তা দেন আফগা ওপেনারও। পাকিস্তানের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের ভালবাসা সবসময় পেয়ে এসেছি, সেখানে খেলতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
একই সাথে সমর্থকদের যেকোনো প্রকার ভিত্তিহীন খবর এড়িয়ে চলার আহ্বান জানান তাঁরা। বিশেষ করে সামাজিক মাধ্যমে যেসব খবর প্রকাশিত হয় সেগুলো ভালভাবে যাচাই করার আহ্বান জানিয়েছেন নবী। এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আইসিসির সভায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
এসিবি চেয়ারম্যান ওয়াইজ আশরাফ এবং সিইও নাসিব খান আলোচনায় অংশ নিয়েছিলেন। সেখানে তাঁরা নিজেদের সিদ্ধান্তের কথা জানান। ভারতের নিরাপত্তাহীনতার অজুহাত উড়িয়ে দিয়ে তাঁরা বলেন, ‘আমাদের দল অবশ্যই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে৷’ – তবে পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজিত হবে কি না সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, আরো কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।