মিরপুরের মূল মাঠে তখন ফিল্ডিং অনুশীলন করছিলেন। এমন সময়ই ডান পায়ের অ্যাঙ্কেলে একটা চোট পেলেন। হাসান মাহমুদের পায়ের সাথে যেন মোচর দিয়ে উঠলো বাংলাদেশের পেস আক্রমণও। কেননা এশিয়া কাপের পেস আক্রমণের পরিকল্পনাতে বেশ ভালো ভাবেই ছিলেন এই পেসার। জাতীয় দলে ফিরে আসাটাও একেবারে মন্দ হয়নি।
তাইতো হোম অব ক্রিকেটে পায়ে চোট পেয়ে হাসান মাহমুদ যখন শুয়ে পড়লেন তখন একটা নীরবতা নেমে এলো যেন। এশিয়া কাপটা কী তবে গেল? হাসান মাহমুদকে নিয়ে সেই শঙ্কাই যেন সত্যি হতে চলেছেন। বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও জানা যায় এশিয়া কাপে আর খেলা হচ্ছেনা এই পেসারের। সেরে উঠতে লেগে যেতে পারে কয়েক সপ্তাহ।
অথচ কয়েকদিন আগেই চোট থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে পা দিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনটাও বেশ ভালোই হয়েছিল। বাকি পেসাররা যখন হারারের স্পোর্টিং উইকেটে বল ফেলার জায়গা পাচ্ছিলেন না তখন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন তরুণ এই পেসার। নিজের বোলিং বৈচিত্র দিয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের ভড়কে দিয়েছিলেন। জিম্বাবুয়েতে দুই ওয়ানডে ও এক টি-টোয়েন্টি ম্যাচ খেলে পেয়েছিলেন মোট পাঁচ উইকেট।
সেই পারফর্মেন্সের সুবাদেই হাসান মাহমুদের জায়গা হয়েছিল এশিয়া কাপের দলে। অথচ আজ অনুশীলন করতে গিয়ে আবার ইনজুরিতে পড়লেন। ইনজুরি যেন এই পেসারের পিছুই ছাড়ছেনা। যদিও ইনজুরি থেকে ফিরে আসার যাত্রা সহজ ছিল না এই পেসারের জন্য।
তিনি যখন রিহ্যাব করছেন তখনো বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম শুরু হয়নি। সেই সময়টায় সকাল সকাল মিরপুর স্টেডিয়ামে গেলেই দেখা যেত বড় বড় ঝাকড়া চুলের এক ক্রিকেটারকে। তখনো বোলিং করতে পারতেন না। তবুও প্রতিদিন সকালে এসে মিরপুরের অ্যাকডেমী মাঠে একাই রিহ্যাব করেছেন। আর হয়তো ফিরে আসার প্রহর গুনেছেন। তবে ফিরে এসেও আবার সেই পুরনো চিত্র।
আর হাসান মাহমুদ এশিয়া কাপ খেলতে না পারলে তাঁর বদলি একজন পেসার নিতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় অপশন হতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টি-টোয়েন্টি ফরম্যাটে এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময়ই নিজেকে প্রমাণ করেছিলেন এই বাঁহাতি পেসার।
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছিলেন মৃত্যুঞ্জয়। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং বেশ প্রশংসনীয়ই ছিল। এরপর থেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন। এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দলকে বেশকিছু ম্যাচ জিতিয়েছেন বল হাতে।
এরপর হাই পারফর্মেন্স ইউনিটের হয়ে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে রাজশাহীতে পারফর্ম করেছেন। সেই সুবাদের বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এখন আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বোলিং এর পাশাপাশি শেষ দিকে মৃত্যুঞ্জয়ের ব্যাটিংটাও হতে পারে বেশ কার্যকরী।
এছাড়া এশিয়া কাপে স্ট্যান্ডবাই হিসেবেও নাম আছে এই পেসারের। ফলে হাসান মাহমুদের বদলি হিসেবে তাঁর নামটাই সবার আগে আসে। যদিও হাসান মাহমুদের স্ক্যান রিপোর্ট আসার আগ পর্যন্ত তাঁর বদলি নিয়ে ভাবতে চাইছেন না নির্বাচকরা। পরীক্ষা করে নিশ্চিত হবার পরেই নির্বাচকরা বদলি নিয়ে ভাববেন বলে জানা যায়।