অধিনায়কত্ব করা সবসময়ই বাড়তি চাপের ব্যাপার, সেই চাপ মোকাবিলা করে পারফরমার সত্তাকে বের করে আনা বেশ কঠিন। কঠিন কাজটা করতে পেরেছেন এমন মানুষ অবশ্য নেহাত কম নয়, বাংলাদেশীদের মাঝেও বেশ কয়েকজন নেতৃত্বকালীন সময়ে হাঁকিয়েছেন সেঞ্চুরি।
লাল-সবুজ জার্সিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় ইনিংস খেলেছেন এমন তারকাদের দেখে নেয়া যাক এবার।
- নাজমুল হোসেন শান্ত
নেতৃত্বের চাপ নাজমুল হোসেন শান্তর কাছ থেকে সেরাটা বের করে আনে। তাই তো টাইগার দলপতিদের মধ্যে সবচেয়ে বড় ইনিংস খেলার রেকর্ড তাঁর দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২২ রান করেছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটিই কোন অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
এর আগে টেস্টে প্রথম নেতৃত্ব দিতে নেমে সেঞ্চুরি করেছিলেন এই বাঁ-হাতি। এছাড়া ওয়ানডেতে অধিনায়কত্বের শুরুটা করেছিলেন ৭৬ রান করার মধ্য দিয়ে। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রান করার কীর্তি এখন তাঁর ঝুলিতে।
- মুশফিকুর রহিম
২০১৪ সালে ভারতের বিপক্ষে ১১৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। প্রায় এক দশক ধরে এটিই ছিল কোন বাংলাদেশী ক্যাপ্টেনের সর্বোচ্চ রানের ইনিংস।এশিয়া কাপের সেই ম্যাচে এনামুল হক ছাড়া প্রায় সবাই ব্যর্থ হয়ছিলেন, তবে মুশির দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পায় টিম টাইগার্স। যদিও জয়ের জন্য সেটি যথেষ্ট হয়নি।
- তামিম ইকবাল
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৭ বলে ১১২ রান করেছিলেন তামিম ইকবাল। ২৯৯ রানের বিশাল সংগ্রহ তাড়া করতে নামা বাংলাদেশকে পথ দেখিয়েছিলেন তিনি। শেষপর্যন্ত তাঁর অধিনায়কসুলভ পারফরম্যান্সের কল্যাণে দুই ওভার এবং পাঁচ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সফরকারীরা।
- মোহাম্মদ আশরাফুল
ব্যাটিংয়ের রেকর্ড নিয়ে আলোচনা হবে আর মোহাম্মদ আশরাফুল সেখানে থাকবেন তা হয় না। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার দিক দিয়ে চার নম্বরে আছেন এই তারকা। ২০০৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০৯ রান করেছিলেন তিনি। টাইগার কাপ্তান হিসেবে এটিই ছিল যে কারো প্রথম সেঞ্চুরি, এর আগে কোন বাংলাদেশী পারেননি আর্মব্যান্ড বেঁধে তিন অঙ্কের ঘরে প্রবেশ করতে।
- সাকিব আল হাসান
লাল সবুজের রেকর্ড বয় সাকিব আল হাসানও জায়গা করে নিয়েছেন সংক্ষিপ্ত এই তালিকায়। ২০১০ সালে তাঁর নেতৃত্বেই নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করেছিল বাংলার দামাল ছেলেরা। সেই সিরিজের চতুর্থ ম্যাচে ১০৬ রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।