ভারত-পাকিস্তান মহারণ। চিরবৈরী এই দুই পড়শির বাইশ গজের লড়াই যেন মাঠের সীমানা ছাড়িয়ে নাড়া দেয় সবকিছুতেই। দুটি দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সিরিজ হয় না, অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। তবে এখনও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জৌলুশ একটুও কমেনি। এশিয়া কাপ কিংবা বৈশ্বিক আসরে, দীর্ঘ বিরতির পর এ দুই দলের লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের মাত্রা থাকে তুঙ্গে।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে অবশ্য বেশ ক’বার মাঠে গড়াতে পারে ভারত-পাকিস্তানের এই আকাঙ্ক্ষিত লড়াই। ন্যূনতম ৩ বার। আর ব্যাটে বলে মিললে আগামী দুই মাসে এ দুই দলের মাঝে সব মিলিয়ে ৫ টি ম্যাচেরও স্বাক্ষী হতে পারে বিশ্ব ক্রিকেট। তবে বাইশ গজের সে লড়াইয়ে আগে চলুন একটু ইতিহাসে ঢুঁ মারা। ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছেন কে? খেলা ৭১ খুঁজে নিয়েছে সেই সর্বোচ্চ উইকেটশিকারী ৫ জনকে।
- ওয়াসিম আকরাম (৬০ উইকেট)
ভারত-পাকিস্তান মহারণে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা ওয়াসিম আকরামের দখলে। বাঁ-হাতি এ পেসার ভারতের বিপক্ষে ৪৮ ওয়ানডেতে নিয়েছেন ৬০ টি উইকেট। যেখানে তাঁর ইকোনমি রেট ছিল- ৩.৭৩।
অবশ্য সর্বোচ্চ উইকেট শিকারের দিকে শীর্ষ আসনে থাকলেও ভারতের বিপক্ষে কখনো ফাইফার পাননি ওয়াসিম আকরাম। ভারতের বিপক্ষে তাঁর সেরা বোলিং ফিগার ৩৫ রান ৪ উইকেট।
- সাকলাইন মুশতাক (৫৭ উইকেট)
দুসরা বোলিং দিয়ে নব্বই দশকে মাত করেছিলেন পাকিস্তানের অফস্পিনার সাকলাইন মুশতাক। আর তাঁর সেই স্পিনঘূর্ণিতে বেশ কিছু ম্যাচে ভূক্তভোগী হতে হয়েছে ভারতীয় ব্যাটারদেরও। ইতিহাস সেই স্বাক্ষ্যই দেয়; ওয়াসিম আকরামের পর ভারত-পাকিস্তান লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হচ্ছেন তিনি।
ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচে ৫৭ টি উইকেট নিয়েছেন সাকলাইন মুশতাক। যেখানে তাঁর বোলিং ইকোনমি ছিল ৪.৫২। আর ভারতের বিপক্ষে তাঁর সেরা বোলিং ফিগার ৪৫ রানে ৫ উইকেট।
- অনিল কুম্বলে (৫৪ উইকেট)
পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে ৩৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন অনিল কুম্বলে। ৪.২৯ ইকোনমি রেটে ভারতীয় এ লেগস্পিনার নিয়েছেন ৫৪ টি উইকেট। যা ভারত-পাকিস্তান লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কখনোই ফাইফার পাওয়া হয়নি কুম্বলের। পাকিস্তানের বিপক্ষে তাঁর সেরা বোলিং ফিগার ১২ রানে ৪ উইকেট।
- আকিব জাভেদ (৫৪ উইকেট)
অনিল কুম্বলের মতো পাকিস্তানি পেসার আকিব জাভেদও এ দুই দেশের লড়াইয়ে ৫৪ টি উইকেট নিয়েছেন। তবে কুম্বলের চেয়ে তিনি ৫ ম্যাচ বেশি খেলেছেন। অবশ্য ওয়ানডে ক্যারিয়ারে আকিব জাভেদের সেরা বোলিং ফিগারটি এসেছে এই ভারতের বিপক্ষেই।
১৯৯১ সালে উইলস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। শারজার সে ফাইনালে আকিবের বোলিংয়েই ভারতকে ৭২ রানে হারিয়েছিল পাকিস্তান।
- জাভাগাল শ্রীনাথ (৫৪ উইকেট)
পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে ৩৬ টা ওয়ানডে খেলা জাভাগাল শ্রীনাথ নিয়েছেন ৫৪ টি উইকেট। তবে কখনোই পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট শিকার করা হয়নি ভারতীয় এ পেসারের। কিন্তু তাতে কি! দুই দলের লড়াইয়ে যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট তো তাঁরই।