ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। বিসিসিআই সূত্রে, ব্যক্তিগত কারণেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ব্যাটার। প্রশ্ন হচ্ছে, বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর জায়গা নেবেন কে?
ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলিকে প্রথম দুই ম্যাচে না পাওয়া অবশ্যই টিম ইন্ডিয়ার জন্য বড় এক ধাক্কা। ইংলিশদের বিপক্ষে এ ব্যাটারের পরিসংখ্যানও বেশ দুর্দান্ত। লাল বলের ক্রিকেটে তাদের বিপক্ষে ১৯৯১ রান করেছেন এ ব্যাটার। যার মধ্যে ৫ সেঞ্চুরির পাশাপাশি ৯ টা হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪২.৩৬ গড়ে ব্যাটিং করলেও ঘরের মাঠে এই সংখ্যাটা ৫৬.৩৮। এর মধ্যে একবার ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। সব মিলিয়ে ঘরের মাটিতে বিরাট কোহলির অনুপস্থিতি অবশ্যই ভারতকে ভোগাবে।
তবে বিরাটকে বাদেই আপাতত পরবর্তী দুই ম্যাচের রণকৌশল সাজাতে হচ্ছে ভারতকে। আর সেই যাত্রায় চার নম্বরে কে খেলবেন, তা নিয়ে রয়েছে বেশ কয়েকটি অপশন। চার নম্বরে খেলার দৌড়ে এই মুহূর্তে রয়েছেন শ্রেয়াস আইয়ার, শুভমান গিল ও লোকেশ রাহুল। সর্বশেষ সিরিজে উইকেটরক্ষক হিসেবে খেললেও শোনা যাচ্ছে, লোকেশ রাহুলকে আসন্ন সিরিজে শুধু ব্যাটার হিসেবেই খেলানো হবে।
সে ক্ষেত্রে বিরাটের অবর্তমানে লোকেশ রাহুল হতে পারেন চার নম্বরের কাণ্ডারি। তবে টিম ইন্ডিয়ার জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে, চার নম্বরের জন্য যে তিন ব্যাটারকে বিবেচনা করা হচ্ছে, তাঁরা কেউই খুব একটা ফর্মে নেই। লোকেশ রাহুল যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ সিরিজে একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে ২ ম্যাচের বাকি তিন ইনিংসেই তিনি ফিরেছেন এক অঙ্কের রানে।
এ ছাড়া শ্রেয়াস আইয়ার সর্বশেষ সিরিজে ৪ ইনিংসে করেছিলেন সব মিলিয়ে ৪১ রান। আর শুভমান গিল আগের সিরিজের প্রায় প্রতিটা ম্যাচেই শুরুটা ভাল করলেও ইনিংস বড় করতে পারেননি। সব মিলিয়ে করেছিলেন ৭৪ রান।
তবে ইংল্যান্ড সিরিজই হতে পারে এই তিন ব্যাটারের প্রমাণ করার সুযোগ। ঘরের মাঠে যদিও বরাবরই দুর্দান্ত ভারত। দলগত নৈপুণ্যের পাশাপাশি নিশ্চয়ই এ তিন তরুণ ক্রিকেটারও নিজেদের রাঙাতে চাইবেন।