Social Media

Light
Dark

আইপিএলে ম্যাচ প্রতি ফি সাড়ে সাত লাখ রুপি!

বোঝাই যাচ্ছে এবার আইপিএল অন্য মৌসুম গুলোর চেয়ে জাকজমক হবে। যা শুরুটা হবে নিলাম পর্বের মধ্য দিয়ে। নভেম্বরের শেষ অর্ধে সম্ভবত গালফ অঞ্চলে ২০২৫ মৌসুমের আইপিএল ‘বিগ অকশন’ হবে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ। আসছে ২০২৫-২৭ আইপিএল মৌসুমে এবার রয়েছে কিছু ভিন্নতা। এই মৌসুমের দলগুলোর অর্থের থলে হবে কিছুটা কিছুটা ভারি। গত ২৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে আইপিএল গভার্নিং কাউন্সিলে মিটিং শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সিদ্ধান্ত।

তবে এই অর্থনৈতিক পরিবর্তন হবে দুই ধাপে। যার প্রথম ধাপ হলো নিলাম। আগের মৌসুম গুলোতে নিলামে দলপ্রতি দেয়া হতো ১১০ কোটি রুপি। ১০ দলের এই টুর্নামেন্টে এবার নিলাম পর্বের জন্য দলপ্রতি দেয়া হবে ১২০ কোটি রুপি।

এছাড়া মোট স্যালারি ক্যাপ বিবেচনা হতো মূলতো নিলাম পর্ব আর ইনক্রিমেন্টাল পারফরম্যান্স পে হিসেবে। যা ২৪ সালে ছিল ১১০ কোটি রূপি। তবে ২৫ মৌসুমে এর উল্লেখ যোগ্য পরিবর্তন এসেছে। এবার মোটমাট দলগুলো পাচ্ছে ১৪৬ কোটি রুপি।

তবে এখানেই চমকের শেষ না। বিসিসিআই তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ ফি নির্ধারন করা হয়েছে।’ সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে এই ফির পরিমান হবে সাড়ে ৭ লাখ রুপি। যা খেলোয়াড়ের চুক্তির অতিরিক্ত দেয়া হবে। দলের ইমপ্যাক্ট প্লেয়ারও এই ফি এর আওতায় পড়বে।

সে হিসেবে এবারকার আইপিএল এর দল প্রতি মোট হিসেব দাঁড়ায় কিছুটা এরকম। যে দল গুলো শুধু নিলাম আর পারফরম্যান্স পের বাইরেও পাবে ম্যাচ ফি। আর এ তিনটি মিলিয়েই তাদের বাজেট নির্ধারন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা আছে যে ২৬ সিজনে দল গুলো ১৫১ কোটি আর ২৭ মৌসুমে পাবে ১৫৭ কোটি। আইসিসি চেয়ারপার্সন এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিষয়টি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও খোলাসা করেছেন। তিনি টুইটার পোস্টে জানান যে দলগুলো মৌসুমের ম্যাচ ফি হিসেবে পাবেন ১২.৬০ কোটি রুপি। তাছাড়া পুরো মৌসুম জুড়ে খেলোয়াড়েরা চুক্তির বাইরে মোট ১.০৫ কোটি রুপি পাবেন।

বোঝাই যাচ্ছে এবার আইপিএল অন্য মৌসুম গুলোর চেয়ে জাকজমক হবে। যা শুরুটা হবে নিলাম পর্বের মধ্য দিয়ে। নভেম্বরের শেষ অর্ধে সম্ভবত গালফ অঞ্চলে ২০২৫ মৌসুমের আইপিএল ‘বিগ অকশন’ হবে বলে ধারণা করা হচ্ছে।

Share via
Copy link