অভ্যন্তরীন কোন্দল ও গ্রুপিং, পাকিস্তানের চূড়ান্ত সংকট

বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রে বিপক্ষে অপ্রত্যাশিত হোঁচট খায় পাকিস্তান। আর তাতেই বাবর আজম-শাহীন আফ্রিদিদের নিয়ে আলোচনা-সমালোচনা বেড়ে যায় দ্বিগুণ। পাকিস্তানের এই ব্যর্থতা নিয়ে মন্তব্য করছেন পাকিস্তানের ক্রিকেটার ইমাম উল হক।

পাকিস্তান দলের ব্যর্থতার কারণ হিসেবে অনেকেই দলগত কোন্দলের কথা টেনে আনলেও এতে অবশ্য দ্বিমত রয়েছে ইমামের। তিনি বলেন, ‘আমি সাত বছর দেশের হয়ে ক্রিকেট খেলেছি। সেখানে কোনো কোন্দল আমার চোখে পড়েনি।’

দলের অভ্যন্ত্যরীণ কোন্দল নিয়ে তিনি আরও বলেন, ‘যদি কেউ কোনো কোন্দল ইতিমধ্যে লক্ষ্য করে থাকে, তবে তাঁদের নাম সামনে নিয়ে আসা উচিত। তাছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুইটি ভিন্ন সংগঠন। পিসিবির সিদ্ধান্তে পিএসএলের কিছু করার নেই।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়কে ব্যর্থতার নিদর্শন হিসেবেই দেখছেন ইমাম। তিনি এই বিষয়ে বলেন, ‘এখন আমাদের দলের পাশের। এটা আমাদের দায়িত্ব। এটাই শেষ নয়। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ এখনও বাকি।’

আর এর মাঝেই পাকিস্তানের আরেক ব্যাটার আহমেদ শেহজাদ স্মরণ করিয়ে দেন দেশের ঘরোয়া ক্রিকেটের কথা। তাঁর মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অবনতি ঘটেছে। সাবেক এই ব্যাটার বলেন, ‘যখন আপনার কোনো শক্ত ভিত্তি থাকবে না, তখন এমন ফলাফল অনিবার্য।’

র‍্যাঙ্কিংয়ে তলানিতে থাকা দলের বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম পরাজয় নয়। পিসিবির উচিত অতিসত্বর পাকিস্তানের পারফর্ম্যান্সের উপর নজর দেয়া। নয়তো বাবর বাহিনীকে পরাজয়ের মুকুট মাথায় নিয়েই দেশে ফিরতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link