অবসর নেওয়া ও অবসর ভেঙে ফেরাকে পাকিস্তানি ক্রিকেটাররা অনেক আগেই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় এবার সেই একই ফাঁদে পা দিলেন ফাস্ট বোলার ইহসানউল্লাহ।
এক্ষেত্রে অবশ্য তিনি শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির কিংবা ইমাদ ওয়াসিমদের ছাড়িয়ে গেছেন। তিনি অবসর নিয়েছেন, সেটা ভেঙে আবার ফিরেছেন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে। ১৩ জানুুয়ারি অবসর নিয়েছেন, ১৪ জানুয়ারিই তিনি অবসরের ভেঙে ফিরেছেন।
সব সম্ভবের দেশ পাকিস্তান। সেটা আবারও প্রমাণ করলেন ইহসানউল্লাহ। আবেগতাড়িত এই ক্রিকেটার জানা, তাঁর আবেগ কাজ করেছে, বিবেক নয়। পিএসএল ড্রাফটের রাতে তিনি বলেছিলেন, ‘ইহসানউল্লাহ ড্রাফটের রাতে বলেছিলেন, ‘আমি পিএসএল থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজকের পর এটা আমার জন্য শেষ। আমাকে আর পিএসএলে দেখা যাবে না।’
তবে, ২৪ ঘণ্টার মধ্যেই নিজের সিদ্ধান্ত পাল্টে ফেললেন তিনি। বললেন, ‘পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। তাতে পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথাতে আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, উপরওয়ালা চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’
ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকেও ক্ষমা চেয়ে নিয়েছেন ইহসানউল্লাহ। তিনি বলেন, ‘আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি, কিছু ঘরোয়া টুর্নামেন্টও সামনে আছে। গতকালের রাতের সিদ্ধান্ত ভুল ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি।’
এই পেসারকে পিএসএলেরই আবিস্কার বলা যায়। ১২টি ম্যাচ খেলে ১৫.৭৭ গড়ে এবং ৭.৫৯ ইকোনমি রেটে ২২ উইকেট নেন পিএসএলের অষ্টম আসরে। এরপরেই চলে আসেন নজরে। জাতীয় দলের টিকেটও পান। তবে, এরপর আসে ইনজুরির আঘাত। এবার তাই কোনো ফ্র্যাঞ্চাইজিই তাঁর প্রতি আগ্রহী নয়।