ইহসানউল্লাহর ক্যারিয়ার ধ্বংস করছে পাকিস্তান!

পিসিবি বস মহসিন নাকভির উদ্দেশ্যে তিনি বলেন, ‘পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সোয়াতের প্রচেষ্টা দেখে সন্তুষ্ট হলেও এখানকার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাই আমি আশা করব তিনি শীঘ্রই ইহসানউল্লাহর জন্য সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিত করবেন।’

প্রায় এক বছর আগে কনুইতে চোট পেয়েছিলেন পাকিস্তানের উদীয়মান পেসার ইহসানউল্লাহ; প্রথমে অস্ত্রোপচারের কথা ভাবা হলেও দীর্ঘমেয়াদী উপকারের জন্য পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম। কিন্তু সেটাই এবার কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য, ক্যারিয়ার নিয়ে ঝুঁকিতে পড়েছেন।

বাধ্য হয়ে সরব হয়েছেন তাঁর বাবা আবদুল নাসের, ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন পিসিবির কাছে। ছেলের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে এই আবেদন করেন তিনি।

ইহসানউল্লাহর বাবা বলেন, ‘সোয়াতে আমার ছেলে উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না কারণ এখানে যথেষ্ট সুবিধা নেই। তাই তাঁর পুনর্বাসনের জন্য তাৎক্ষণিক-ভাবে তাঁকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পাঠানো উচিত। তা না হলে সে প্রয়োজনীয় চিকিৎসা পাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব তাঁকে লাহোরে পাঠানোর ব্যবস্থা করুন।’

পিসিবি বস মহসিন নাকভির উদ্দেশ্যে তিনি বলেন, ‘পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সোয়াতের প্রচেষ্টা দেখে সন্তুষ্ট হলেও এখানকার ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাই আমি আশা করব তিনি শীঘ্রই ইহসানউল্লাহর জন্য সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিত করবেন।’

একই রকম আহ্বান শোনা গিয়েছে এই পেসারের কোচ মালিক নাসেরের কণ্ঠে। শিষ্যের ক্যারিয়ার থেমে যাওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁকে এনসিএ-তে স্থানান্তরের আবেদন করেন।

মালিক বলেন, ‘অন্যান্য চোটগ্রস্থ ক্রিকেটারদের মতই ইহসানউল্লাহকে এনসিএ-তে রাখা উচিত। পিসিবি আঘাতপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু এখন তাঁর অবস্থা জটিল। তাই তাঁকে পুনরায় ক্রিকেটে ফেরানোর জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।’

Share via
Copy link