এই না হলে পাকিস্তান! ইমাদ আউট, উসমান ইন!

বাদ পড়লেন ইমাদ ওয়াসিম, তবে সুযোগ পেলেন উসমান খান!

আগামী ২৫ মার্চ পাকিস্তানের নির্বাচকরা ২৫ জন খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। সেখান থেকেই দল ঘোষণা করবে পাকিস্তান। কেননা, এপ্রিলে হতে যাচ্ছে পাকিস্তান- নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের অনুমতিতে দ্রুতই খেলোয়াড়দের নাম ঘোষণা করা হতে পারে। তবে সেখানে নেই পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের নাম। যদিও সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লীগে(পিএসএল) দুর্দান্ত পারফরম্যান্স করেন। গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন ইসলামাবাদ ইউনাইটেডের জয়ে। দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ার জালমির বিপক্ষে জয় সূচক ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সূত্রানুসারে, ইমাদ ওয়াসিমের নাম তাঁর অবসরের ঘোষণার কারণেই প্রশিক্ষণ ক্যাম্পে যুক্ত হয়নি। যতক্ষণ না তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর অবসরের ঘোষণা প্রত্যাহার করছেন, ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। যেমনটা হয়েছে পাকিস্তানের আরেক ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের ক্ষেত্রেও।

তবে প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ডাক পেতে পারেন মুলতান সুলতান্সের উসমান খান । প্রথম ব্যাটার হিসেবে পিএসএল-এর এক মৌসুমে দুইটি শতক হাঁকানোর রেকর্ড করেন উসমান। এই আসরে ১৬৪.১২ স্ট্রাইক রেটে তাঁর সর্বমোট রান ছিল ৪৩০।

যাই হোক, উসমানই সিদ্ধান্ত নেবেন, তিনি প্রশিক্ষণ ক্যাম্পে যুক্ত হবেন কি না। কেননা, তিনি আগেই বলেছিলেন যে, তিনি ইউএই (ইউনাইটেড আরব আমিরাত)-এর জন্য খেলতে চান। তবে ইউএই দলে নির্বাচিত হওয়ার জন্য তাঁর কাছে এখনো ১৪ মাস সময় রয়েছে। প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের পরেই তাঁকে পাকিস্তান দলে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হবে।

এই ক্যাম্পে যুক্ত হতে পারে মেহরান মুমতাজ এবং আবরার আহমেদও। সম্প্রতি শেষ হয় পিএসএল-এর নবম আসর। তাই ক্যাম্পটি কিছুটা দেরিতে শুরু করার অনুরোধ করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

তবে, সে অনুরোধ নাকচ করে দেয়া হয়েছে। তবে এরই মধ্যে বাবর আজম এবং ইমাম উল হক উমরাহ করার উদ্দেশ্যে সৌদি আরব রওনা করেছেন। উল্লেখ্য, প্রশিক্ষণ ক্যাম্পটি ৮ এপ্রিল অর্থাৎ ইদুল ফিতরের ঠিক আগে শেষ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link