টি-টোয়েন্টিতে ভারতকে হারানো প্রায় অসম্ভব। ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়েও ভারতকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। সাত উইকেট ও ২৮ বল বাকি থাকতেই ২০৯ রানের লক্ষ্যমাত্রা টপকে গেছে সুরিয়াকুমার যাদবের টিম ইন্ডিয়া।
ওয়ানডে সিরিজে বাউন্সব্যাক করতে পারলেও, টি-টোয়েন্টি সিরিজে আর ফেরত আসার পথটা অবরুদ্ধ করে দিতে চায় ভারত। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। শুরুতে আগ্রাসনের বার্তা দিয়ে দুই ব্ল্যাকক্যাপস ওপেনার ফিরে যান দ্রুতই। ৪৩ রানে দুই উইকেট হারানোর পরও আগ্রাসনে ভাটা পড়তে দেননি রাচিন রবীন্দ্র।
নিউজিল্যান্ডের প্রত্যেক ব্যাটারই এদিনে আক্রমণাত্মক ছিলেন বটে। ২৬ বলে ৪৪ রান করেন রাচিন রবীন্দ্র। এরপর শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ বলে যুক্ত করেন আরও ৪৭ রান। এই দুই ইনিংসেই ভর দিয়ে ২০৮ রানের সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে দিনের সেরা বোলার ছিলেন কুলদ্বীপ যাদব। ৩৫ রানের বিনিময়ে বাগিয়েছিলেন দুই উইকেট।

বিশাল লক্ষ্য তাড়া করতে নামা ভারতের শুরুটা হয়নি ভাল। অভিষেক শর্মা ফেরেন শূন্যরানে। সাঞ্জু স্যামসনের বিদায় ঘটে ছয় রানে। তবুও ভারতকে কক্ষ্যচ্যুত হতে দেননি ঈশান কিষাণ। মুশতাক আলী ট্রফির সেই আক্রমণাত্মক ফর্ম তিনি এদিন ফিরিয়ে আনলেন আন্তর্জাতিক মঞ্চে।
৩২ বলে ৭৬ রান যুক্ত করে, ভারতের জয়কে সহজ করে দেন। এরপরের দায়িত্বভার নিজ কাঁধে তুলে নেন অধিনায়ক সুরিয়াকুমার যাদব। ৩৭ বলে ৮২ রান করে তিনি দলের জয় নিয়ে ছেড়েছেন মাঠ। প্রায় এক বছর বাদে সুরিয়ার ব্যাটের বড় রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার ফর্মে ফেরা ভারতের জন্য স্বস্তির বাতাস।
শিভাম দুবের ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস ভারতের জয়কে করেছে ত্বরাণ্বিত। আর তাতেই টি-টোয়েন্টিতে ভারত ঠিক কতটা শক্তিশালী তা আরও একটিবার প্রমাণিত হল। টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার বদ্ধপরিকর।












