বিশ্বকাপে যাকে রোহিতের লাগবেই লাগবে

ঘরের মাঠ কিংবা বিদেশের অচেনা কন্ডিশনে, দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে বরাবরই দুর্দান্ত ভারত। বিশেষ করে গত এক দশকে সব ফরমেটেই দেশের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য হয়ে উঠছে টিম ইন্ডিয়া।

ঘরের মাঠ কিংবা বিদেশের অচেনা কন্ডিশনে, দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে বরাবরই দুর্দান্ত ভারত। বিশেষ করে গত এক দশকে সব ফরমেটেই দেশের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও অপ্রতিরোধ্য হয়ে উঠছে টিম ইন্ডিয়া।

কিন্তু, বৈশ্বিক আসর এলেই যেন কি একটা হয়ে যার ভারতের। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি ট্রফিই জিততে পারেনি ভারত। ভারতের মত দলের জন্য এটা বিরাট ব্যর্থতাই বলতে হবে।

ভারতের দরজায় কড়া নাড়ছে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু সেই বিশ্বকাপের বছরে যেন ইনজুরির ঝামেলা পেয়ে বসেছে রাহুল দ্রাবিড়ের দলের। গত বছর থেকেই ভারতের হয়ে মাঠে নামতে পারছেন না ভারতের পেস বোলিং আক্রমণের মূলস্তম্ভ জাসপ্রিত বুমরাহ। মিস করবেন এভারের আইপিএল, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও আসন্ন এশিয়া কাপও। শঙ্কায় আছে বিশ্বকাপে বুমরাহকে পাওয়া নিয়েও।

বুমরাহর ইনজুরির সাথে যোগ হয়েছে গত বছরের শেষ দিকে নিয়মিত উইকেটরক্ষক ঋষাভ পান্তের মারাত্মক সড়ক দূর্ঘটনা। বিশ্বকাপ তো বটেই আরো মোটামুটি বছর খানেক মাঠের বাইরে থাকবেন পান্ত তা প্রায় নিশ্চিত।

এতসব ইনজুরি সমস্যা নিয়ে ঘরের মাঠে আইসিসি ট্রফি জয়ের অপেক্ষা ঘুচানোটা বেশ কঠিনই হতে যাচ্ছে ভারতের জন্য। সাবেক শ্রীলঙ্কান পেসার দিলহারা ফার্নান্দো মনে করেন, বুমরাহর অনুপস্থিতি বিশ্বকাপে বেশ ভোগাবে ভারতকে। বিশ্বকাপ জিততে হলে বুমরাহকে খুব করে প্রয়োজন অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফার্নান্দো বলেন, ‘বুমরাহ অসাধারণ। আপনি যদি গত পাঁচ বছরে ভারতের পারফরম্যান্স দেখেন তাহলে দেখবেন যে বুমরাহ সেখানে অনেক বড় ভূমিকা পালন করেছে। পেস আক্রমণকে সে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। সে একজন গেম চেঞ্জার। তাঁর ইনজুরির সর্বশেষ অবস্থা সম্পর্কে আমি নিশ্চিত নই। কিন্তু বিশ্বকাপে সে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপে ভারত এবং রোহিতের তাকে খুব করে প্রয়োজন।’

বিশ্বকাপে পূর্ণ ফিট বুমরাহকে পাওয়া যাবে কিনা সেটিই এখন ভারতের ক্রিকেট পাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। সদ্যই নিউজিল্যান্ড থেকে অস্ত্রোপচার করিয়ে আনা হয়েছে বুমরাহকে। তাঁর পূনর্বাসনের দিকটি সরাসরি দেখভাল করছেন ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

বিশ্বকাপে বুমরাহকে পাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না ভারত। পুনর্বাসন প্রক্রিয়া আরো কিছুটা এগোলেই হয়তো বোঝা যাবে বিশ্বকাপে বুমরাহকে পাওয়া যাবে কি না। ফার্নান্দো মনে করেন, শেষ অবদি বুমরাহকে না পাওয়া গেলে ভারতের জন্য সেটা হবে বিরাট ক্ষতি।

ফার্নান্দো বলেন, ‘ভারতের কন্ডিশনে বুমরাহ অনন্য। বিপক্ষে দলের জন্য সে দু:স্বপ্নের মত। ভারতের পেস আক্রমণ ভালো। বিশ্বকাপেরও তারা অন্যতম দাবীদার। বুমরাহ ও রোহিতের বোঝাপড়া ভালো। রোহিত নিশ্চিতভাবেই বিশ্বকাপে বুমরাহকে পেতে চাইবে। আইপিএল এবং মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাহর ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখান থেকেই তাদের দুজনের বোঝাপড়া ভালো। কঠিন পরিস্থিতিতে বুমরাহ ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...