বিশ্বকাপের পরই ভারতের নতুন কোচ!

ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষের পথে। বিশ্বকাপ দুয়ারে আর ভারতের প্রয়োজন প্রধান কোচের। তাই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রধান কোচ হওয়ার আবেদনের প্রস্তাব গ্রহণ করবে অল্প কিছুদিনের মাঝেই। এর অর্থ হল, বিশ্বকাপ শেষেই হয়ত নতুন কোচ পাবে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি সময় নেই। তবে বিদায়ী কোচ রাহুল দ্রাবিড় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ক্রিকেট দল দেশ ত্যাগের আগেই আহ্বান করা হবে প্রধান কোচের আবেদন। তবে দ্রাবিড় তাঁর দায়িত্ব চালিয়ে যেতে চাইলে তাকে আবার আবেদন করতে হবে।

বিসিসিআই সদর দফতরে একটি গণমাধ্যমে আলাপচারিতার সময় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘আমরা আগামী কয়েক দিনের মধ্যেই আমরা আবেদনের জন্য আহ্বান জানাব। রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুনে শেষ হচ্ছে। তিনি যদি পুনরায় আবেদন করতে চান, তাহলে তিনি তা করতে পারেন।’

জয় শাহ নিশ্চিত করেছেন যে, নতুন প্রধান কোচকে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। বাকি ব্যাকরুম স্টাফদের নতুন প্রধান কোচের সাথে পরামর্শ করে নিয়োগ করা হবে। তিনি বলেছেন যে ভিন্ন ফরম্যাটের উপর ভিত্তি করে ভারত আলাদা কোচ দিবে এমন সম্ভাবনা কম।

শাহ আরও নিশ্চিত করেন, ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দুটি ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে রওনা হবে। যে সমস্ত খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি তারা ২৪ মে কোচিং স্টাফদের সাথে চলে যাবে।

২৬ মে আইপিএল ফাইনালের পর বাকি স্কোয়াড চলে যাবে। ৫ জুন ভারত তাঁদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। শাহ সেই খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা নাকচ করে দিয়েছেন, যাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেছেন আইপিএল তাদের জন্য তাদের টি-টোয়েন্টি দক্ষতা তীক্ষ্ণ করার একটি দুর্দান্ত সুযোগ।

এই বিষয়ে শাহ আরো বলেন, ‘দেখুন ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা অন্য দিন কতটা ভাল খেলেছে। যদি [জাসপ্রিত] বুমরাহ হেডের কাছে বল করতে যায়, তাহলে অনুশীলন করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে?’

তবে কি ভারত এবারের বিশ্বকাপ শেষে, নতুন কোনো কোচের অধীনে খেলবে নাকি আবারো ভরসা রাখবে অভিজ্ঞ রাহুলেই। কিছুদিনের মাঝেই মিলবে সেই প্রশ্নের উত্তর। ততদিন অপেক্ষাতেই থাকতে হচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link