স্কটিশদের নিয়ে ভারতের ছেলেখেলা

স্কটল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলাই করল ভারত। আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে আবারো স্বপ্ন দেখছে ভারত। যদিও, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে এখন ভারতীয় দল।

স্কটল্যান্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলাই করল ভারত। আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে আবারো স্বপ্ন দেখছে ভারত। যদিও, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়ে এখন ভারতীয় দল।

মাত্র ৮৬ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। রান রেটের কথা মাথায় রেখে স্কটিশ বোলারদের উপর তান্ডব চালান দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। মাত্র ৩.৫ ওভারেই দলের রান পঞ্চাশ পার। এবারের আসরে সবচেয়ে দ্রুততম দলীয় ফিফটির রেকর্ডটাও গড়েন এই দুই ওপেনার।

৫ ওভারেই দলীয় রান বিনা উইকেটে ৭০! দলীয় ৭০ রানে ১৬ বলে ৩০ রানে ফিরেন রোহিত শর্মা। আরেকপ্রান্তে মাত্র ১৮ বলেই ফিফটি করেন লোকেশ রাহুল! এরপর জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে ৫০ রানে বিদায় নেন রাহুল। বিরাট কোহলি ও সুরিয়াকুমারের ব্যাটে বাকি পথটা সহজেই পাড়ি দেয় ভারত। ১৩.৩ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এর আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জর্জ মানসে একদিকে প্রতিরোধ গড়ে দ্রুত রান তুললেও আরেকপ্রান্তে বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। বুমরাহ-জাদেজাদের বোলিং তোপে উইকেটে দাঁড়াতেই পারছিলেন না স্কটিশ ব্যাটাররা। ওপেনিং জুটিতে ১৩ রান এলেও মাত্র ১ রানে ফেরেন কাইল কোয়েতজার। এরপর ১৯ বলে ২৪ রানের ইনিংসের পথে শামির শিকার হন মানসে। এরপর জাদেজার স্পিন ভেলকিতে ম্যাথু ক্রস, রিচি বেরিংটনরে উইকেটে থিতুই হতে পারেননি।

মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপাকে তখন স্কটল্যান্ড। এরপর মাইকেল লিস্কের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্কটল্যান্ড। ১২ বলে ২১ রানের ক্যামিওর পথে জাদেজার বলে লেগ বিফোরের শিকার হয়ে লিস্ক ফিরলে আর দাঁড়াতেই পারেনি স্কটিশরা। ক্রিস গ্রিভসও ফিরেন দ্রুতই। ৬৩ রানে ৬ উইকেট থেকে কলাম ম্যাকলিওড ও মার্ক ওয়াটের ব্যাটে কিছুটা ভীত গড়ে স্কটিশরা।

৮১ রানে ৬ উইকেট থেকে ৮১ রানে ৯ উইকেট হারায় স্কটল্যান্ড। শেষ উইকেটে ৪ রান যোগ করতে ৮৫ রানেই শেষ স্কটল্যান্ডের ইনিংস। ১৭.৪ ওভারে ৮৫ রানে থামে স্কটিশরা। ভারতের পক্ষে দুই পেসার মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ শিকার করেন যথাক্রমে তিনটি ও দু’টি করে উইকেট।

তবে, বোলিংয়ের নায়ক রবীন্দ্র জাদেজা। মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন বাঁ-হাতি এই স্পিনার। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁরই হাতে।

  • সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড – ৮৫/১০ (১৭.৪ ওভার); মানসে ২৫ (১৯); জাদেজা ৪-০-১৫-৩, শামি ৩-১-১৫-৩, বুমরাহ ৩.৪-১-১০-২।

ভারত – ৮৯/২ (৬.৩ ওভার); রাহুল ৫০(১৯), রোহিত ৩০(১৬), বিরাট ২(২)*, সুরিয়া ৬(২)* ; হুইল ২-০-৩২-১, ওয়াট ২-০-২০-১।

ফলাফল: ভারত ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: রবীন্দ্র জাদেজা (ভারত)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...