আয়ারল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে ভারত। নিজেদের বিশ্বকাপ যাত্রার শুরু দারুণভাবেই করল ভারত জাতীয় ক্রিকেট দল। যার কৃতীত্ব অবশ্যই ভারতীয় বোলারদের প্রাপ্য। মাত্র ৯৬ রানেই আটকে দিয়েছে তারা আইরিশ ব্যাটারদের। এত স্বল্প রানে জয় পাওয়া কখনোই ছিল না ভারতের জন্যে দুষ্কর। তাইতো আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল রোহিত শর্মার দল।
আইরিশদের বিপক্ষে ২০০৯ থেকে এখন অবধি টানা ৮ জয়ের দেখা পেয়েছে ভারত। এটাই অবশ্য ভারতের এখন পর্যন্ত সর্বোচ্চ ধারাবাহিক জয় পাওয়ার রেকর্ড। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড করার বহু আগেই টানা ৮ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ভারত।
সেই রেকর্ডের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ। ২০১৮ সাল অবধি একটি ম্যাচেও বাংলাদেশ জিততে পারেননি ভারতের বিপক্ষে। সেই সময়ের মধ্যে ৮টি ম্যাচে একটানা জয় পেয়েছে ভারত। সেই ২০০৯ সাল থেকে একটানা জয় পেয়েছে ভারত বাংলাদেশের বিপক্ষে। ২০১৯ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে ৩ রানের জয় তুলে সেই রেকর্ডের পথচলাকে থামিয়ে দেয় বাংলাদেশ।
এছাড়াও টি-টোয়েন্টি ফরম্যাটে টানা সাত জয়ের দেখা ভারত বহুবার পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে কখনো ছিল অস্ট্রেলিয়া, কখনো আবার শ্রীলঙ্কা। এমনকি ওয়েস্ট ইন্ডিজও ভারতের বিপক্ষে টানা সাত হারের স্বাদ গ্রহণ করেছিল।
২০১৩-১৭ এই সময়কালে অস্ট্রেলিয়া ৭টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছিল ভারতের বিপক্ষে। সেই ২০১৭ অবধি শ্রীলঙ্কাকে ৭ বার পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। অবশ্য সেই ধারাবাহিকতার শুরুটা হয়েছিল ২০১৬ সালে। ২০১৭ সালে অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার সাথে উইনিং স্ট্রেক ভেঙে যায় ভারতের।
এরপর আবারও নব উদ্দ্যমে নতুন করে ধারাবাহিকভাবে জয় পাওয়ার নেশায় মত্ত হয়ে ওঠে ভারত। সেদফা বেছে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ২০১৮-১৯ এই সময়কালে ক্যারিবিয়দের টানা ৭ বার হারিয়েছিল ভারত। প্রিয় প্রতিপক্ষ হিসেবে বর্তমানে আয়ারল্যান্ডকেই বেছে নিয়েছে রোহিত শর্মার দল। আইরিশদের বিপক্ষে তাদের এই জয়ের যাত্রা এখানেই থেমে যেতে দিতে চাইবে না নিশ্চয়ই।