অস্ট্রেলিয়ায় অধরা ওয়ানডে সেঞ্চুরি

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। ফলে এই দুই দলের মধ্যে লড়াইটা সবসময়ই উপভোগ্য। এছাড়া দুই দেশের কন্ডিশন একেবারেই আলাদা হওয়ায় সফরকালী দল সবসময়ই একটু চাপে থাকে। ভারতের সেরা ব্যাটসম্যানদেরও অস্ট্রেলিয়ায় গিয়ে পেসারদের সামনে খানিকটা হিমশিম খেতে হয়। তবে সফলতার গল্পও আছে অনেক।

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। ফলে এই দুই দলের মধ্যে লড়াইটা সবসময়ই উপভোগ্য। এছাড়া দুই দেশের কন্ডিশন একেবারেই আলাদা হওয়ায় সফরকারী দল সব সময়ই একটু চাপে থাকে। ভারতের সেরা ব্যাটসম্যানদেরও অস্ট্রেলিয়ায় গিয়ে পেসারদের সামনে খানিকটা হিমশিম খেতে হয়। তবে সফলতার গল্পও আছে অনেক।

ভারতের জনপ্রিয় পাঁচ জন ব্যাটসম্যান আছেন যারা ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ায় কখনো সেঞ্চুরির দেখা পাননি। এই তালিকায় যারা আছেন, তাঁরা সবাই কিংবদন্তি।

  • মহেন্দ্র সিং ধোনি

রান তাড়া করায় সেরাদের সেরা ভারতের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে ৫০ গড়ে তাঁর ঝুলিতে আছে ১০ হাজারের বেশি রান। এছাড়া ১০ টি ওয়ানডে সেঞ্চুরিও করেছেন তিনি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটসম্যান। যদিও অস্ট্রেলিয়াও তিনি বেশ সফল। সেখানে ৩৫ টি ম্যাচ খেলে ৪৭.৮৬ গড়ে করেছেন ১০৫৩ রান। সেখানে তিনি সর্বোচ্চ ৮৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন।

  • রাহুল দ্রাবিড়

ভারতের ক্রিকেট ইতিহাসের আরেক সফল ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। দলের প্রয়োজনে নানা পজিশনেই ব্যাট করেছেন তিনি। আবার উইকেট কিপিংও করতেন ভারতের হয়ে। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ১০ হাজারেরও বেশি রান। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনিও কখনো সেঞ্চুরির দেখা পাননি। অস্ট্রেলিয়ায় তিনি মোট ২২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। সেখানে ৩৩.৩৩ গড়ে করেছিলেন ৬৬৬ রান। অস্ট্রেলিয়ায় ওয়ানডে ক্রিকেটে তিনি ৭ টি হাফ-সেঞ্চুরিও করেছেন। তবে সেগুলোর একটিও সেঞ্চুরির মুখ দেখেনি।

  • মোহাম্মদ আজহারউদ্দীন

ভারতের ক্রিকেটের আরেকজন গ্রেট মোহাম্মদ আজহারউদ্দীন। বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। ৩৩০ টি ওয়ানডে ম্যাচ খেলে করেছেন প্রায় ১০ হাজার রান। তবে এই গ্রেটেরও নেই অস্ট্রেলিয়ায় কোনো ওয়ানডে সেঞ্চুরি। দেশটিতে মোট ৩২ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। সেখানে প্রায় ৩০ গড়ে করেন ৭১৫ রান। দেশটিতে ৯৩ রানে অপরাজিত এক ইনিংসও খেলেছিলেন তিনি। তবে একটুর জন্য অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পাননি তিনিও।

  • বীরেন্দ্র শেবাগ

ওয়ানডে ক্রিকেটে ভারতের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র শেবাগ। ২৫০ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৮ হাজারেরও বেশি রান। এই ফরম্যাটে তাঁর ঝুলিতে আছে ১৫ টি সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে কখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। দেশটিতে মোট ২০ টি ওয়ানডে খেলে করেছিলেন ৪৫০ রান। এর মধ্যে হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন মাত্র একবার। সেটি ছিল ৯০ রানের ইনিংস। ফলে একটুর জন্য অস্ট্রেলিয়ার মাটিতে আর সেঞ্চুরি করা হয়নি শেবাগের।

  • সুরেশ রায়না

ভারতের আরেক সুপরিচিত ব্যাটসম্যান সুরেশ রায়না। ভারতের মিডল অর্ডারে বেশ সফলও ছিলেন এই ব্যাটসম্যান। ২২৬ ওয়ানডে খেলে ৫৬১৫ রান করেছেন এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে ৫ টি সেঞ্চুরিও আছে এই ক্রিকেটারের। তবে অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা সফল নন এই ব্যাটসম্যান। দেশটিতে তাঁর ক্যারিয়ারে মোট ১৮ টি ওয়ানডে খেলেছেন। সেখানে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৪। অস্ট্রেলিয়ায় ২৭.২৭ গড়ে করেছেন ৪০৯ রান। ফলে অস্ট্রেলিয়ার বাউন্সকে হার মানিয়ে সেঞ্চুরি করা হয়নি তাঁর।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link