সাত আসমানের স্পিনত্রয়ী

কপিল দেব চাইলে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারতেন। তবে, তিনি দীর্ঘ ক্যারিয়ার শেষ করেছেন মাইলফলক থেকে ১৩ উইকেট দূরে থাকতে।

কপিল দেব না পারলেও আরও তিন ভারতীয় বোলার আছেন যারা ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন। কাকতালীয় ভাবে তিনজনই স্পিনার, আর এই তিনজনকে নির্দ্বিধায় ভারতের ইতিহাসের সেরা তিন স্পিনার বলে রায় দিয়ে দেওয়া যায়।

  • অনিল কুম্বলে

টেস্ট ক্রিকেটের  ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশটি উইকেট শিকারের রেকর্ডটা গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি অফ-স্পিনার অনিল কুম্বলে। ভারতের সবচেয়ে সফল বোলার তিনি।

সব ফরম্যাট মিলিয়ে তিনি নিজের উইকেটের পরিসংখ্যানকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন সেই উচ্চতা পেড়োতে বেশ বেগ পোহাতে হতে পারে ভারতীয় পরবর্তী প্রজন্মকে।

ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘ হলেই তিনি হয়ত ছুঁয়ে ফেলতেন ১০০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক, যে কীর্তি আছে কেবল দু’জনের। ভারতীয় স্পিনারদের তালিকায় নি:সন্দেহে সবার ওপরেই থাকবেন তিনি।

৯৫৭ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন বিশ্ব রেকর্ডধারী এই ভারতীয় বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০৩ টি ম্যাচে অংশ নিয়েছেন অনিল কুম্বলে। ওয়ানডেতে ৩৩৭ উইকেটের বিপরীতে টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯ টি।

  • হরভজন সিং

ডান হাতি অফস্পিন বোলার হরভজন সিং ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি, সব ফরম্যাট মিলিয়ে। এছাড়াও ভারতের হয়ে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জয় করেছেন কিংবদন্তি এই স্পিনার। ভারতের হয়ে মোট ১০৩ টি টেস্ট খেলেছেন।

সেখানে তাঁর ঝুলিতে আছে মোট ৪১৭ উইকেট। এছাড়া ২৩৬ ওয়ানডে ম্যাচেও তাঁর ঝুলিতে আছে ২৬৯ উইকেট। এছাড়া ২৮ টি-টোয়েন্টি ম্যাচেও নিয়েছেন ২৫ উইকেট। সব মিলিয়ে ভারতের হয়ে ৭০৭ উইকেটের একটি পরিসংখ্যান নিয়েই ক্যারিয়ারের ইতি টানেন তিন।

  • রবিচন্দ্রন অশ্বিন

এই তালিকায় একমাত্র রবিচন্দ্রন অশ্বিনের গাড়িই চলছে এখনও। এই সময়ে ভারত তো বটেই, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও সেরা অফ স্পিনারদের একজন তিনি।

সব ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের অনবদ্য মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ৯২ টি টেস্ট, ১১৩ টি ওয়ানডে ও ৬৫ টি টি-টোয়েন্টি। সাদা বলের ক্রিকেটটা আরও নিয়মিত খেলার সুযোগ পেলে হয়তো, এতদিনে আরও ওপরে থাকতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link