ড্রেসিংরুমে অস্থিরতা ছিল না, দাবি সাকিবের

সংবাদ সম্মেলনে তামিমের ইস্যুতে সাকিব পেশাদার উত্তরই দিয়েছেন। তিনি জানান, মাঠের ফলাফল ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব ফেলে না।

ওয়ানডে সিরিজ চলাকালে অস্থিরতা ছিল বাংলাদেশের ওয়ানডে দলে। বিশেষ করে, তামিম ইকবালের অবসর নিয়ে ফেলার মত ঘটনা ঘটায় কিছুটা অশান্তিও ছিল বাংলাদেশ দলের অন্দরমহলে। আর সেটাই প্রভাব ফেলে ওয়ানডে সিরিজেও।

যদিও, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ড্রেসিংরুমের অস্থিরতার গুঞ্জন উড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু অনেক রকম মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয়নি কখনো আমরা কখনো আনসেটেল ছিলাম কিংবা কিংবা এখন আছি। পরিবেশ সব সময় আমি মনে করি ভালো আছে।’

সংবাদ সম্মেলনে তামিমের ইস্যুতে সাকিব পেশাদার উত্তরই দিয়েছেন। তিনি জানান, মাঠের ফলাফল ড্রেসিংরুমের পরিবেশে প্রভাব ফেলে না।

বললেন, ‘অবশ্যই রেজাল্টের কারণে সব সময় আপনারা চিন্তার করেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো না খারাপ। আমার কাছে মনে হয় না ড্রেসিং রুমের পরিবেশ খুব একটা পরিবর্তন হয় যখন আমরা জিতি অথবা হারি।’

ওয়ানডের পর এখন টি-টোয়েন্টিতে নজর সাকিবের। সেখানে দলীয় ও ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘আমাদের চেষ্টা থাকে প্রতিদিন কিভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে টিমের জন্য পারফর্ম করতে পারি ও টিমের জন্য অবদান রাখতে পারি।’

পরিসংখ্যানে এই টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের চেয়ে আফগানিস্তান অনেক এগিয়ে রয়েছে। যেখানে নয়বারের মোকাবেলায় আফগানদের জয় ছয়টিতে এবং বাংলাদেশের তিনটিতে। সবগুলোতেই সহজ জয় পেয়েছে আফগানিস্তান। অন্য দিকে জয় পেতে ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...