বিশ্বকাপ দল চূড়ান্ত ভারতের

আমেরিকা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব জয়ের মিশনের জন্য স্কোয়াড মোটামুটি ঠিক হয়ে গিয়েছে ভারতের - এমন ইঙ্গিত দিয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো বাকি কয়েক মাস। তবে ভারত ইতোমধ্যে বিশ্বকাপের আগে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে। স্বাভাবিকভাবেই আমেরিকা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব জয়ের মিশনের জন্য স্কোয়াড মোটামুটি ঠিক হয়ে গিয়েছে দলটির – আর এই প্রাথমিক স্কোয়াডে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার জায়গা পাননি সেটাও অনুমিত।

এই ব্যাপারে রোহিত শর্মা বলেন, ‘আমরা যখন ওয়ানডে বিশ্বকাপ খেলছিলাম, তখন টি-টোয়েন্টিতে অনেক তরুণকে সুযোগ দেয়া হয়েছিল। তাঁরা পারফর্মও করেছে কিন্তু যখন মূল স্কোয়াড ঘোষণা করা হয় তখন কয়েকজনকে বাদ দিতেই হয়। এটি তাদের জন্য হতাশাজনক, তবে আমাদের দায়িত্ব হচ্ছে স্বচ্ছভাবে কাজ করা।’

তিনি আরো বলেন, ‘আমাদের ২৫-৩০ জন খেলোয়াড়ের পুল রয়েছে, এরা সবাই জানে কার কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে। আমরা এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড চূড়ান্ত করিনি, যদিও মনে মনে সবাই এমন আট-দশজনের নাম জানে যারা খেলতে যাচ্ছে।’

স্বাগতিক দেশের কন্ডিশন বিবেচনা করেই স্কোয়াড নির্বাচন করা হবে জানিয়ে এই তারকা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বেশ ধীর গতির, তাই আমাদের সেই অনুযায়ী স্কোয়াড বাছাই করতে হবে। আবারও বলছি, রাহুল ভাই এবং আমি দলে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছি। আমি অধিনায়কত্ব থেকে একটা জিনিস শিখেছি যে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না। দলের প্রয়োজনীয়তার দিকে মনোযোগ দিতে হবে।’

এজন্যই সব বোলারকেই তাঁদের দূর্বলতা নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম আমাদের বোলাররা বিভিন্ন পরিস্থিতিতে বল করুক।’

‘কেউ পাওয়ার প্লেতে বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করত না, তাই সেখানে তাঁকে ব্যবহার করেছি। কেউ আবার ডেথ ওভারে বোলিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করছিল না, আমরা তাঁকে সেখানে বল করতে বলেছিলাম।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...