ইনজামাম, আপনি কি খান!

বিশ্বকাপটা ভাল যায়নি পাকিস্তানের; গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে, নয় ম্যাচে চার জয়ের সাথে টুর্নামেন্টে পঞ্চম স্থানে ছিল তাঁরা। তাই তো গত কয়েক সপ্তাহ ধরে বীরেন্দর শেবাগ এবং ইরফান পাঠান সহ সাবেক ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান দলের পারফরম্যান্সের সমালোচনা করছেন।

এরই মধ্যে ইনজামাম উল হকের একটি পুরানো ভিডিও হঠাৎ ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যা ভারত জুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে, যার ফলে হরভজন সিংও তীব্র ক্ষোভ ঝেড়েছেন।

আলোচিত এই ভিডিওতে ইনজামাম বলেন, ‘মাওলানা তারিক জামীল প্রতিদিন আমাদের সাথে দেখা করতেন। আমাদের নামাজের জন্য একটি ঘর ছিল। নামাজের পর তিনি আমাদের সাথে কথা বলতেন। দু-একদিন পর আমরা ইরফান পাঠান, জহির খান এবং মোহাম্মদ কাইফকে সেখানে আমন্ত্রণ জানাই। আমি লক্ষ্য করেছি যে আরও ২/৩ জন ভারতীয় খেলোয়াড়ও যোগ দিতেন; তারা নামাজ পড়তো না কিন্তু মাওলানার কথা শুনত।’

তিনি আরও বলেন, ‘হরভজন একবার আমাকে বলেছিলেন, আমার মন বলে যে তিনি (মাওলানা) যা বলবেন আমি তাতে রাজি হব। আমি বললাম, তাহলে তাকে অনুসরণ করো। তারপর, তিনি উত্তর দিলেন, আমি আপনাকে দেখি এবং তারপর আমি দেখি যে তোমার জীবনটাও মাওলানার কথামত নয়। সুতরাং, আমরা যারা আমাদের ধর্ম অনুসরণ করছি না আমাদেরই দোষ দিতে হবে।’

এই প্রসঙ্গে ভারতীয় স্পিনার উত্তর দেন, ‘এরকম আজেবাজে কথা বলার আগে কি খেয়ে এসেছিল? আমি একজন গর্বিত ইন্ডিয়ান এবং গর্বিত শিখ। এই লোক এগুলো কি বলে যাচ্ছে।’

অবশ্য পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সাথে এই কিংবদন্তির দারুণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে পেসার শোয়েব আখতারের সাথে তাঁর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এই বছরের শুরুর দিকেও লিজেন্ডস লিগের ম্যাচ শেষ তাঁদের একসাথে দেখা গিয়েছিল। যেখানে তাঁরা অতীত জীবনে কিছু স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link