শেষ বেলায় চ্যাম্পিয়নস ট্রফির প্লেনে উঠছেন তামিম!

চ্যাম্পিয়নস ট্রফির ফ্লাইট রেডি। টেক অফের অপেক্ষায় পাইলট। রানওয়ে থেকে তামিম ছুটবেন না বিমান ধরতে? ধারাভাষ্য থেকে ওই বাইশ গজটাই কি বেশি টানে না তাঁকে?

৩৪ বলে ৪০ রান – এটা আসলে টি-টোয়েন্টি সুলভ ইনিংস নয়। তামিম ইকবালের এই ইনিংস দিয়ে তেমন কিছু প্রমাণও হয় না। তবে এই মুহূর্তে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনারের রানে থাকাটা জরুরী।

কারণটা পরিস্কার। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আলোচনায় আছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। নির্বাচকরা তাঁকে ওয়েলকাম জানিয়েছেন, তাঁর সাথে বসেছেনও।

সিদ্ধান্ত এখন তামিমের হাতে। বলটা তিনি খেলবেন না ছেড়ে দেবেন – এই সিদ্ধান্ত এখন তামিম ইকবালকেই জানাতে হবে। এই মুহূর্তে জাতীয় দলে ফিরে আসতে তামিমের রানে থাকাটা জরুরী ছিল, সেটা তামিম করতে পারছেন। এটা স্বস্তির ব্যাপার। তামিমের নিজেরও এর ফলে নিজের ভবিষ্যত নিয়ে ভাবাটা সহজ হবে।

তামিম কবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি নিজেও সম্ভবত ভুলে গেছেন। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে তাঁকে দেখা গেছে জাতীয় দলের জার্সিতে। এরপর বিশ্বকাপে দলে থাকার কথা থাকলেও পারেননি তামিম।

সেই ক্ষোভ আর অভিমান থেকে তামিম জাতীয় দলের দিকে আর চোখ মেলে তাকাননি। শুধু বলেছিলেন তাকে মনে রাখতে। অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও বিসিবি তামিমকে ভুলেনি। সেটার প্রমাণই পাওয়া গেল এবার, যখন দুয়ারে চ্যাম্পিয়নস ট্রফি। বিসিবি দল ঘোষণা করবে ১২ জানুয়ারি। তামিম ভাবার সময় পাচ্ছেন কয়টা দিন। খুব বেশি সময় নয়, আবার খুব কমও নয়। আর সেই ভাবনার খোড়াকটা মাঠ থেকেই আসলে মন্দ কি।

চ্যাম্পিয়নস ট্রফির ফ্লাইট রেডি। টেক অফের অপেক্ষায় পাইলট। রানওয়ে থেকে তামিম ছুটবেন না বিমান ধরতে? ধারাভাষ্য থেকে ওই বাইশ গজটাই কি বেশি টানে না তাঁকে?

Share via
Copy link