আন্তর্জাতিক ক্রিকেটে ঈশান কিষাণের ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল। ছিটকে গিয়েছিলেন বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিসিআই) রাডার থেকেও। মানসিক ক্লান্তির জের ধরে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিশ্রাম নেওয়া ঈশান সরাসরি যোগ দেন আইপিএলে।
ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তাঁকে বারবার নির্দেশ দেওয়া হলেও তিনি সেটা করেননি। এরপর ঈশানকেও কোনও সিরিজে রাখেনি বিসিসিআই। বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমনও শোনা গিয়েছিল, ভারতীয় ক্রিকেট থেকেই বিদায় বলে ঈশান পাড়ি জমাতে পারেন যুক্তরাষ্ট্রে।
তবে, সেই সিদ্ধান্তটা আবার তুলে রাখতে হচ্ছে ঈশানকে। জাতীয় দলের দরজা সম্ভবত খুলতে শুরু করেছে তাঁর জন্য। সেটাও বাংলাদেশের বিপক্ষে, আসন্ন সিরিজে। বিসিসিআইয়ের অন্দরমহলের খবর তেমনটাই বলছে।
বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসের টেস্ট সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেট না খেলা ঈশান এবার ঘরোয়া ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন।
বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, নিজ রাজ্যের হয়ে খেলার জন্য তৈরি থাকতে হবে খেলোয়াড়দের। ঈশান কিষাণ এবার ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে বুচি বাবু টুর্নামেন্ট খেলতে নামবেন।
এটা দিয়ে শুরু। এরপর তিনি দুলীপ ট্রফিতেও খেলবেন – এমন আভাস মিলেছেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি থেকেও। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলেও এই আসরের প্রভাব থাকবে। ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত সিরিজ।
নির্বাচকদের দাবি, ঈশান যদি আন্তর্জাতিক ক্যারিয়ারকে এগিয়ে নিতে চান, তাহলে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আর নির্বাচকরা মনে করেন, ঈশানের লাল বলের ক্রিকেটে ফেরা উচিৎ।
নির্বাচকদের কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়েই ‘আমেরিকান ড্রিমস’ ভুলে গেছেন ঈশান কিষাণ। ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তনই এখন তাঁর ধ্যান জ্ঞান।