বিশ্বকাপের ওপেনিং দুর্ভোগ!

কথায় আছে যে, ‘মর্নিং শোওজ দ্য ডে।’ অর্থাৎ দিনের প্রারম্ভই দিনটি কেমন যাবে তা প্রকাশ করে। ঠিক তেমনি বাইশ গজে ওপেনারদের কাঁধে থাকে দলকে একটা দারুণ শুরু এনে দেয়ার দায়িত্ব। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বাজে অবস্থায় আছে সম্ভবত দলগুলোর ওপেনাররা। নতুন ধরণের সংকটই বটে।

একে তো পাওয়ার প্লের কড়া বোলিংকে মোকাবেলা করতে হচ্ছে, তাঁর উপর প্রতিপক্ষ দলের বোলারদের লক্ষ্যই থাকে দ্রুত উইকেট তুলে মনোবল নষ্ট করে দেয়ার।

সবমিলিয়ে এবারের আসরে ক্রিজে ওপেনাররা টিকতে পারছেন না বেশিক্ষণ। বিশ্বকাপে ওপেনিং দুর্ভোগটা স্পষ্ট হবে যদি আমরা একটু বিশ্লেষণ করতে বসি। তাহলে আপনিও বলতে বাধ্য হবেন যে এবারের বিশ্বকাপে ওপেনিং করাটা আসলেই সহজ কাজ নয়।

পাকিস্তানের ওপেনার বাবর আজমের কথাই ধরা যাক। পাকিস্তান দলের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা বাবর আজম এই বিশ্বকাপে মিইয়ে আছেন বেশ। এখন অবধি নিজেকে মেলে ধরতে পারছেন না ঠিকঠাক। ভারতের বিপক্ষে ডাক মেরে ফিরে গেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে চার রান এবং নেদারল্যান্ডসের বিপক্ষেও তাঁর ব্যাট থেকে এসেছে চার। সব মিলিয়ে এবারের বিশ্বকাপের তিন ম্যাচে বাবর আজম করেছেন আটটি রান

অথচ, সময়ের সেরা টি-টোয়েন্টি ওপেনারদের একজন। বিশ্বকাপের ময়দানে কেন যে খেই হারিয়ে ফেললেন, সেটা অজানা। একই সাথে বাবরের অধিনায়কত্ব নিয়েও আছে প্রশ্ন।

ওদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নারও এই বিশ্বকাপের আসরে রান সংকটে আছেন। বিশ্বকাপের মঞ্চে শেষ তিন ইনিংসে তাঁর রান ৩,১১,৫। মোট ১৯ রান। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন ৩ টি রান, শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তাঁর ব্যাট থেকে আসে ৫ টি রান।

ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুলও রান খরায় ভুগছেন। এই ওপেনিং ব্যাটার প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে করেছেন চারটি রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে করেছেন নয়টি রান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন নয়টি রান। সবমিলিয়ে তিন ম্যাচে ২২ রান।

দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমাও ব্যাট হাতে ঝলক দেখাতে পারেননি। প্রোটিয়া এই অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন অপরাজিত দুই রান, বাংলাদেশের বিপক্ষে করেছেন দুই রান এবং সবশেষ ভারতের বিপক্ষে করেছেন দশটি রান। অর্থাৎ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ১৪ রান করেছেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার যে ব্যাটিং লাইন আপ সেখানে বাভুমা একেবারেই মানানসই নন।

বাংলাদেশি ওপেনার সৌম্য সরকারের কথাই ধরা যাক। সৌম্য একজন দুর্দান্ত ব্যাটসম্যান হলেও এবারের বিশ্বকাপে নিজেকে প্রমাণ করতে পারছেন না। বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে সৌম্যের ব্যাট থেকে এসেছে ১৪ রান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এসেছে ১৫ টি রান এবং সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ডাক মেরেই সাঁজঘরে ফিরে যান এই ওপেনার।

এতক্ষণ যাদের নাম বললাম তাঁরা সবাই অসাধারণ ওপেনিং ব্যাটার হলেও, বিশ্বকাপের মঞ্চে এখন অবধি নিজেদের দ্যুতি ছড়াতে ব্যর্থ। দেখা যাক বাকী ম্যাচগুলোতে এই পরিস্থিতির বদল ঘটাতে পারে কিনা তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link