সবাই ভেবেছিল সময় ফুরিয়েছে রবীন্দ্র জাদেজার। তাই তো বিশ্বকাপে তাঁকে রাখা হবে কিনা, তা নিয়েই চলছিল জল্পনা-কল্পনা। শত সংশয় পাশে রেখেই তাঁকে রাখা হয় ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। আর তিনি প্রমাণ করেই যাচ্ছন ফুরিয়ে যাননি এখনো, যথাযথই ছিল বিশ্বকাপে তাঁর অন্তর্ভুক্তি।
পুরোদস্তুর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ব্যাট-বল কিংবা ফিল্ডিং, দলের প্রয়োজনে সবসময়ই ত্রাতা হিসেবে আগমন ঘটে জাদেজার। আর তাঁর উপর ভরসা করে যে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভুল করেনি সেটাই প্রমাণ করলেন আবারো। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধর্মশালায় মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৯ রানে শেষ হয় পাঞ্জাব কিংসের ইনিংস। সেই ম্যাচেও জাদেজা ছিলেন উজ্জল। ব্যাট হাতে ২৬ বলে ১৬৫.৩৮ স্ট্রাইক রেটে খেলেন ৪৩ রানের একটি ইনিংস। তাঁর ইনিংসে ছিল ৩ টি চার এবং ২ টি ছক্কা।
আবার বল হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। চার ওভার হাত ঘুরিয়ে ৫.০০ ইকোনমিতে খরচ করেন ২০ রান। সেই সাথে তুলে নেন পাঞ্জাবের তিনটি উইকেট। অর্থাৎ পাঞ্জাবের বিপক্ষে জাদেজা পুরোদমে অলরাউন্ডারের ভূমিকা পালন করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। হোক জাতীয় দল কিংবা কোনো ফ্রাঞ্চাইজি সব খানেই জাদেজা জানান দিচ্ছেন তাঁর উপস্থিতি। আর এর মাঝেই দলের প্রয়োজনে নিজেকে উজার করে দিচ্ছেন জাদেজা। তাইতো বিশ্বকাপে ভারতের হয়ে কতটা প্রভাব ফেলবে জাদেজার উপস্থিতি সেটাই এখন দেখার বিষয়।