২০২৪ সালটা টেস্ট ক্রিকেটে স্বপ্নের মত কেটেছে যশস্বী জয়সওয়ালের। গত বছরে টেস্টে ১৪৭৮ রান করে বনে গেছেন এক পঞ্জিকাবর্ষে ভারতের তৃতীয় সবোর্চ্চ রান সংগ্রহকারী। সবে ২৩ বছরে পা দেওয়া জয়সওয়াল নিজেকে নিয়ে গেছেন শচীন টেন্ডুলকার, সুনিল গাভাস্কারদের পাশেই! পিছে ফেলে দিয়েছেন বীরেন্দর শেবাগ, বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়দের মত কিংবদন্তিদের।
২০২৩ সালে ক্রিকেটের রাজকীয় সংস্করণটায় অভিষেক হয় তার। অভিষেকটাও হয়েছিল রাজকুমারের মতই, নিজের প্রথম টেস্ট ইনিংসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ১৭১ রানের ইনিংস। তবে ধারাবাহিকতা আর প্রতিভার সব ঝলক যেন তুলে রেখেছিলেন ২০২৪ এর জন্যই। ১৫ টেস্টে প্রায় ৫৫ গড়ে রান করেছেন ১৪৭৮।
নয় ফিফটি, এক সেঞ্চুরির পাশাপাশি নামের পাশে আছে দুইটা ডাবল-সেঞ্চুরিও। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন সবার বিরুদ্ধেই। ঘরের মাঠে ১৯ ইনিংসে ৬০ এর উপরে গড়ে রান করেছেন তিনি ১০৯১। সমানতালে পারফর্ম করে গেছেন অ্যাওয়ে সিরিজেও।
সম্প্রতিই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বুকে বুক চিতিয়ে লড়াইটা করে এসেছেন অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধেই। পাঁচ টেস্টে ৪৩.৪৪ গড়ে রান করেছেন ৩৯১। দুই ফিফটি আর এক সেঞ্চুরির পাশাপাশি ছিলেন ভারতের অন্যতম ভরসার নাম।
পুরো ভারতীয় ব্যাটাররা যেখানে ব্যর্থতার মিছিলে মগ্ন ছিল, তখন মিশেল স্টার্ক, প্যাট কামিন্সদের গতি, সুইং,স্লেজিংয়ের পাল্টা জবাবে ব্যাট হাতে ঝড় তুলে ভারতকে আশার আলো দিচ্ছিলেন এই তরুণ। প্রথমবার অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে অজিদের মাটিতে সিরিজে ৩০০ এর উপরে রান করা সপ্তম ভারতীয় তিনি। শচীন, শেবাগ, কোহলিদের এই এলিট লিস্টে এবার নাম উঠলো তারও।
পুরো ২০২৪ সালটাই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন তিনি। বছরের শুরুতেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ডাবল-সেঞ্চুরি আর তিন ফিফটি করে বিশ্বক্রিকেটে নিজের আগমনী বার্তা দেন তিনি। এরপর বাংলাদেশের সাথেও ৪ ইনিংসে তিনটা ফিফটি। যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হয় ভারতকে, সেখানেও তুলনামূলক বেশ ভালো পারফর্ম করেছিলেন তিনি।
এতেই করে ফেলেছেন এক অনন্য রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ‘ক্রিকেট ইশ্বর’ খ্যাত শচীন টেন্ডুলকারের। ২০১০ সালে এক বছরে টেস্টে ১৫৬২ রান করার কীর্তি গড়েন তিনি। ভেঙেছিলেন ১৯৭৯ সালে ভারতের আরেক গ্রেট সুনিল গাভাস্কারের ১৫৫৫ রানের রেকর্ড। এখন থেকে এরপরেই উচ্চারিত হবে জয়সওয়ালের নাম।
তাঁর এই অসাধারণ কীর্তিতে ক্রিকেট পাড়ায় চলছে তার ভূয়সী প্রশংসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা থেকে শুরু করে ইংলিশ কিংবদন্তি মাইকেল ভনরাও। তারা বলছেন, ‘যশস্বী একজন সুপারস্টার। তোমার খেলা দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা।
এখনো বছর তেইশের ‘ছোকড়া’ তিনি, অথচ পারফরম্যান্সে তিনি অনেক অভিজ্ঞ ক্রিকেটারকেও ছাড়িয়ে গেছেন। এই যাত্রা যেন কেবল শুরু, সামনে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার অপেক্ষায় আছেন এই তরুণ।