জুয়ার টাকা জোগাড়ে চুরি বিসিসিআই অফিসে

নিরাপত্তারক্ষীর কাছেই নিরাপদ নয় বিসিসিআই অফিস! ওয়াংখেড়েতে বিসিসিআই অফিসে হয়েছে চুরি।

নিরাপত্তারক্ষীর কাছেই নিরাপদ নয় বিসিসিআই অফিস! সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা নাড়িয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-কে। ওয়াংখেড়েতে বিসিসিআই অফিসে হয়েছে চুরি। চোর আর কেউ নন, খোদ সেখানকার এক নিরাপত্তা কর্মী। জুয়ার টাকা জোগাতে নিজ অফিসে চুরি করেছেন সেই কর্মী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুই দল পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু খেলেছিল সর্বশেষ ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ শেষে দুই দলেরই বেশ কিছু জার্সি অতিরিক্ত হিসেবে থেকে যায়। সেগুলো জমা করে রাখা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামের এক স্টোররুমে।

সেখনা থেকে গত ১৩ জুলাই প্রায় এক কার্টুন জার্সি উধাও হয়ে যায়। স্বাভাবিকভাবেই সিসিটিভি ফুটেজের আওতায় ছিল গোটা এলাকা। প্রথমেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। তাতেই ধরা পড়ে যায় চোর। তিনি সেখানকার এক নিরাপত্তাকর্মী।

এরপর তাৎক্ষনিকভাবে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তিনি জানান জুয়ার টাকার জোগাড় করতেই চুরির আশ্রয় নিয়েছেন তিনি। প্রায় ছয় লাখ ৫২ হাজার রুপি সমমূল্যের জার্সি চুরি করেছেন সেই নিরাপত্তারক্ষী। এরপর তিনি বিক্রি করে দেন এক অনলাইন জার্সি বিক্রেতার কাছে।

বিক্রয়কৃত অর্থ দিয়ে পুরনো দেনা পরিশোধ করেন। কিন্তু সেখানেই তিনি থেমে থাকেননি। বাকি থাকা অর্থের পুরোটাই তিনি হেরেছেন আবার জুয়া খেলে।

এতে উদ্বিগ্ন বিসিসিআই কর্তৃপক্ষ। এভাবে দায়িত্ব থাকা কর্মীরা চুরি করতে থাকলে নিরাপত্তার মান কোথায় গিয়ে ঠেকবে?

Share via
Copy link