কয়েক ছত্র ওয়ার্ন

সাইক্লোনের ঘূর্ণির মতোই তাঁর কব্জির মোচেড়ে সেই গোলকের ঘূর্ণি বোঝা যেন ছিল দায়। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তাঁর ক্যারিয়ারের আদ্যোপান্ত ছিলেন উজ্জ্বল। তিনি গড়েছেন এক দারুণ সব কীর্তি। এই কিংবদন্তির ক্যারিয়ারে একটু সংখ্যা গাড়িতে চড়ে ঢুঁ মেরে আসা যাক।

১৬৮ গ্রামের এক গোলক। সেই গোলক হাতে কত যে কারিকুরি দেখাতেন শেন ওয়ার্ন তাঁর যেন ইয়ত্তা নেই। সাইক্লোনের ঘূর্ণির মতোই তাঁর কব্জির মোচেড়ে সেই গোলকের ঘূর্ণি বোঝা যেন ছিল দায়। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার তাঁর ক্যারিয়ারের আদ্যোপান্ত ছিলেন উজ্জ্বল। তিনি গড়েছেন এক দারুণ সব কীর্তি। এই কিংবদন্তির ক্যারিয়ারে একটু সংখ্যা গাড়িতে চড়ে ঢুঁ মেরে আসা যাক।

  • ৬০০ ও ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা প্রথম বোলার

টেস্টে উইকেট শিকারিদের তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাঁর ঝুলিতে রয়েছে ৮০০টি টেস্ট উইকেট। তবে ৭০৮ উইকেট বাগানো শেন ওয়ার্ন প্রথম বোলার হিসেবে ৬০০ এবং ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে দেখেছিলেন। বছর খানেকের মাথায় তিনি এই কীর্তি গড়েছিলেন।

২০০৫ সালে অ্যাশেজ সিরিজে তিনি ৬০০ উইকেটের মাইলফলক পার করেন। এরপরের বছরের অ্যাশেজ সিরিজেই তিনি ৭০০ উইকেটের সীমানা পার করেন। সেই কীর্তিকে আরো রাঙিয়ে তুলতে তিনি সে ইনিংসে আরো চার উইকেট নিয়েছিলেন।

  • এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক উইকেট 

২০০৫ সালটা শেন ওয়ার্নের জন্যে এক স্বপ্নের বছর ছিল। অথচ চার বছর দুয়েক আগেই তিনি এক বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন। এক বছর ক্রিকেট থেকে দূরে থেকে নিজের ভেতর যেন এক জেদের চাষ করেন ওয়ার্ন।

২০০৫ সালে তাঁর প্রতিফলন ঘটে ক্রিকেট মাঠে সাদা পোশাকে। সে বছর তিনি টেস্ট ৯৬টি উইকেট নিয়েছিলেন মাত্র ১৫ ম্যাচে। তাঁর বোলিং গড় ছিল ২২.০২। এক পঞ্জিকাবর্ষে নেওয়া তাঁর সেই ৯৬ উইকেটই এখন অবধি সর্বোচ্চ।

  • অ্যাশেজের সর্বাধিক উইকেট শিকারি

অ্যাশেজ, ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ এক সিরিজ। সেই সিরিজে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডটা নিজের দখলে রেখেছেন শেন ওয়ার্ন। অ্যাশেজ সিরিজের মাত্র ৩৬টি টেস্ট খেলে তিনি উইকেট নিয়েছেন ১৯৫টি। এ সময়ে তাঁর গড় ছিলো ২৩.২৫।

প্রথম অ্যাশেজ সিরিজের ছয়ে ম্যাচে ওয়ার্ন তাঁর ঝুলিতে পুরেছেন ৩৪টি উইকেট। তবে ২০০৫ সালের সিরিজটি ছিলো ওয়ার্নের জন্যে সেরা সময়। সে সময়ে তিনি ৪০ দফা ইংল্যান্ডের ব্যাটারদের প্যাভিলনের পথ বাতলে দিয়েছিলেন।

  • শতক ছাড়াই টেস্টে সর্বাধিক রান

কোন সেঞ্চুরি ছাড়াই টেস্টে সর্বাধিক রানের মালিক শেন ওয়ার্ন। ওয়ার্ন মূলত একজন বোলার হিসেবেই অস্ট্রেলিয়া দলে সুযোগ পেতেন। তবে তাই বলে ব্যাটটা যে খুব খারাপ চালাতে পারতেন তিনি তা নয়। ১২ বার তিনি পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন তাঁর ১৪৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে, করেছেন ৩১৪৫ রান।

আফসোস একটিবারও তাঁর সুযোগ হয়নি হেলমেট আর ব্যাট একসাথে আকাশ পানে উঁচিয়ে ধরার। সবচেয়ে কাছে গিয়েছিলেন নিউজিল্যান্ডে বিপক্ষে একবার। সেবার ৯৯ রানে ড্যানিয়েল ভেট্টোরির উইকেটে পরিণত হন তিনি।

  • প্রথম আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক 

২০০৮ সাল থেকে যাত্রা শুরু করে এ সময়ের সবচেয়ে আলোচিত ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রথম আসরে শেন ওয়ার্ন খেলেছিলেন রাজস্থান রয়েলসের হয়ে। শুধু একজন সাধারণ খেলোয়াড় হিসেবে নয় তিনি খেলেছিলেন একজন অধিনায়ক হিসেবে।

রাজস্থান রয়েলস প্রথম আসরে ছিল আলোচনার বাইরে। যেহেতু তাঁদের দল বাকি ফ্রাঞ্চাইজিগুলোর মতো তারকা ঠাসা ছিল না। অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দলকে শিরোপা জিতিয়েছিলেন শেন ওয়ার্ন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...