লাইন, লেন্থ অ্যান্ড হ্যাজেলউড!

শুরুর প্রথম ঘণ্টায় আক্ষরিক অর্থেই উইকেটে থিঁতু হতে পারেনি ভারতীয় ব্যাটাররা। প্রথম আউট হওয়া দুই ব্যাটার তো রানের খাতাই খুলতে পারেননি। অনভিজ্ঞতার ঘাটতিটা এখানেই। সেখানেই বিপদে পড়েছেন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাদ্দিকাল।

অফ স্ট্যাম্পের বাইরে শর্ট অব লেন্থ বল। উইকেটের পেছনে ক্যাচ। এভাবে আউট হওয়াকে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বিরাট কোহলি। সেই দৃশ্যের অবতাড়ণা আরেকবার হল পার্থে। আবারও সেই একই চ্যানেলে বিদায় বললেন কোহলি।

এবার বোলার জশ হ্যাজেলউড। বিরাট কোহলি ক্যাচ তুলে দিলেন স্লিপে, উসমান খাঁজার হাতে। সিনিয়র ব্যাটার হিসেবে যখন কোহলির যখন দায়িত্ব নেওয়া উচিৎ ছিল, তখনই বিলিয়ে দিয়ে আসলেন নিজের উইকেট।

আসলে, এটুুকু বললে হ্যাজেলউডদের কারিশমাট বোঝা যায় না –  পার্থের সবটুকু সুবিধা যে হাত ভরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নিতে পেরেছে সেটা আর না বলে দিলেও চলে ।

ভারত অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপ নিয়ে খেলতে নেমেছে। আর সেই দলের বিপক্ষে যখন পার্থের উইকেটে অস্ট্রেলিয়ার বিখ্যাত পেস লাইন আপ বোলিংয়ের সুযোগ পায় – তখন ভয়টা ভারতেরই বেশি থাকার কথা। আর হলও তাই।

শুরুর প্রথম ঘণ্টায় আক্ষরিক অর্থেই উইকেটে থিঁতু হতে পারেনি ভারতীয় ব্যাটাররা। প্রথম আউট হওয়া দুই ব্যাটার তো রানের খাতাই খুলতে পারেননি। অনভিজ্ঞতার ঘাটতিটা এখানেই। সেখানেই বিপদে পড়েছেন যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাদ্দিকাল।

জয়সওয়ালের ওপর ভরসা একটু বেশিই ছিল ভারতের । বিশেষ করে তাঁর ফর্ম। কিন্তু, সেখানেও শেষ রক্ষা হল না। দিনের প্রথম আক্রমণাত্মক শটে মিশেল স্টার্কের বলে আউট। এরপরই পাদ্দিকাল। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার ময়দানে খেলতে নেমে ২৩ ওভার টিকলেও রানের খাতা খোলা হল না। বরং, শেষ হাসি হাসলেন হ্যাজেলউড। লাইন আর লেন্থ ধরে বোলিং করার সুফলই পেয়েছেন তিনি

Share via
Copy link