বাবর আজমকে কেন ছেড়ে দিয়েছিল করাচি?

সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে করাচি কিংসের মালিক সালমান ইকবাল যেন ভুলে যাওয়া আগুনে নতুন করে ঘিঁ ঢাললেন—বাবরকে ছেড়ে দেওয়ার কারণটা সামনে নিয়ে এসে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ২০২৩ সালে বাবর আজমের দল পরিবর্তন। ফর্মে থাকা বাবরকে সে সময় করাচি কিংস ছেড়ে দিয়েছিল, যা নিয়ে তোপের মুখে পড়ে দলটি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল করাচি কিংস?

পিএসএল ইতিহাসে বাবর আজম সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২৩ সালেও ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি। অন্যান্য দল যেখানে তাকে নিজেদের ডেরায় নেওয়ার জন্য মুখিয়ে ছিল, সেই বাবরকে ছেড়ে দেওয়া কি যৌক্তিক সিদ্ধান্ত ছিল করাচি কিংসের জন্য? তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট। তাঁর মতে, বাবর আজমের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া করাচি কিংসের সঠিক সিদ্ধান্ত ছিল না।

এরপর পার হয়ে গেছে অনেকটা সময়। অনেকে হয়তো ভুলতেই বসেছিলেন সেসব। তবে সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে করাচি কিংসের মালিক সালমান ইকবাল যেন ভুলে যাওয়া আগুনে নতুন করে ঘিঁ ঢাললেন—বাবরকে ছেড়ে দেওয়ার কারণটা সামনে নিয়ে এসে। সালমান বলেন, ‘আমরা চাইছিলাম সে তিন নম্বরে ব্যাট করুক, কিন্তু সে তার ভূমিকা পালন করতে রাজি ছিল না। তাই আমাদের কোনো বিকল্প ছিল না, তাকে ছেড়ে দিতে হয়েছিল।’

বাবর আজম বরাবরই ইনিংস শুরু করতে পছন্দ করেন। তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবেই খেলেছেন। পিএসএলে ৯০ ইনিংসের মধ্যে ৭৬ বার ওপেন করে রান করেছেন ৩১০৩। ব্যাটিং গড়টাও ৪৭.০১, সেই সঙ্গে ১২৯.১৩ স্ট্রাইক রেট।

তবে, সাম্প্রতিক সময়ে বাবরের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। চলমান পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রথম ম্যাচেই শূন্য রানে আউট, পরবর্তী ম্যাচেও করেন মাত্র এক রান। শুধু পিএসএল নয়, আন্তর্জাতিক মঞ্চেও ২০২৩ সালে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলার পর থেকে তার এই দুর্দশা চলমান।

যে বাবর সেঞ্চুরি করতে সিদ্ধহস্ত ছিলেন, তার ব্যাটেই প্রায় ৪৩ মাস ধরে নেই সেঞ্চুরির দেখা। এমনকি বড় রানের ইনিংস খেলতেও ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। খারাপ সময় যেন চারদিক থেকেই ঘিরে ধরেছে বাবরকে। সব ছাপিয়ে, বাবরের এখন একটাই লক্ষ্য—ঘুরে দাঁড়ানো।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link