করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আপাতত নিজের বাসায় আইসোলেশনে আছেন।
চলমান বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজে ‘টিম লিডার’ ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তবে, কোভিড ১৯ পজিটিভ আসায় আপাতত তিনে এই দায়িত্ব পালন করতে পারবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার ২৪ ঘণ্টা আগে জানা গেল দু:সংবাদ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য হোম সিরিজের জন্য তিনি জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার আগেই কয়েকদিন ঠাণ্ডায় ভুগছিলেন। সাবধানতা মেনে তাঁকে টিম হোটেলে নেওয়া হয়নি। শুক্রবার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তাঁর।
এরপর তাঁর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। সেখান থেকেই আসে দু:সংবাদ। যদিও, ঠাণ্ডাজনিত সমস্যা থাকলেও সুজনের অবস্থা স্থিতিশীল। দলের কেউই সুজনের সংস্পর্শে আসেনি। ফলে কোনো উদ্বেগজনক পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি।
শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সাথে সফর করে ফেরার পর দু’বার করোনা পরীক্ষা করা হয় সুজনের। দুবারই নেগেটিভ আসে। এবারই প্রথম পজিটিভ আসলে। তবে, বিসিবি সূত্রে জানা গেছে তাঁকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল ২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে আড়াইটায়।
জানিয়ে রাখা ভাল, এর আগে শ্রীলঙ্কার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে সফকরারী মুমিনুল হকের দল।