মুশফিকের জয়, খুলনার জয়

সিকুগে প্রসন্নকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন খুলনার অধিনায়ক। জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে প্রসন্ন ১৫ বলে ২৩ রানে ফিরলেও মুশফিকের অপরাজিত ৩০ বলে ৪৪ রানে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটের সহজ জয় পায় খুলনা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরের চট্রগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে মুশফিকের খুলনা টাইগার্স।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন সৌম্য সরকার। দলে ফিরে মাত্র ১ রানে আউট হন এই ওপেনার। এরপর আন্দ্রে ফ্লেচারের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন রনি তালুকদার। দলীয় ৫২ রানে ব্যক্তিগত ১৭ রানে ফিরেন রনি। তবে একপ্রান্তে দ্রুতগতিতে রান করেন ফ্লেচার, তাঁর সঙ্গী হন মুশফিকুর রহিম।

তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৩৯ বলে ৪৬ রান। এই জুটির পথে দুর্দান্ত এক ফিফটি করেন ফ্লেচার। এরপর দলীয় ৯৮ রানে ব্যক্তিগত ৪৭ বলে ৫৮ করে মেহেদী মিরাজের বলে উইল জ্যাকসকে ক্যাচ দিয়ে ফিরেন ফ্লেচার। তবে একপ্রান্তে তখনো থিতু মুশফিক।

সিকুগে প্রসন্নকে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন খুলনার অধিনায়ক। জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে প্রসন্ন ১৫ বলে ২৩ রানে ফিরলেও মুশফিকের অপরাজিত ৩০ বলে ৪৪ রানে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটের সহজ জয় পায় খুলনা।

এর আগে সাগরিকায় টসে হেরে ব্যাটিংয়ে নামে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ওভারেই নাবিল সামাদের শিকার হয়ে ফিরেন কেনার লুইস। এরপর উইল জ্যাকস ও আফিফ হোসেন মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫৭ রান। থিসারা পেরেরার স্লোয়ার ইয়োর্কারের বোল্ড হয়ে ফেরার আগে ২৩ বলে ২৮ রান করেন জ্যাকস। এরপর দ্রুতই ফিরেন সাব্বির রহমানও। ব্যক্তিগত ৪ রানেই ফিরেন সাব্বির। ৬৫ রানে ৩ উইকেট হারায় চট্রগ্রাম। চতুর্থ উইকেট জুটিতে আফিফের সাথে ১৯ রান যোগ করতে মাত্র ৬ রানেই আউট হন অধিনায়ক মেহেদি মিরাজ।

দলের অন্যতম সেরা তারকা বেনি হাওয়েল এই ম্যাচে ফিরেন মাত্র ৫ রানেই! ৯২ রানে ৫ উইকেট হারিয়ে তখন বিপাকে চট্রগ্রাম। একপ্রান্তে দুর্দান্ত ব্যাট করা আফিফ দলীয় ৯৭ রানে আউট হলে ব্যাকফুটে তখন চট্টগ্রাম। আফিফ ফিরেন ৩৭ বলে ৪৪ রানে। শামীম পাটোয়ারী এদিনও ছিলেন ব্যর্থ। ১০২ রানে ৭ উইকেট নেই দলের। ধু্ঁকতে থাকা চট্রগামের হাল ধরেন নাইম ইসলাম। শেষদিকে নাইমের ১৯ বলে অপরাজিত ২৫ ও শরিফুলের ৬ বলে ১২ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করতে সক্ষম হয় চট্রগ্রাম। খুলনার পক্ষে পেরেরা সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

চট্রগ্রাম চ্যালেঞ্জার্স – ১৪৩/৮ (২০ ওভার); আফিফ ৪৪(৩৭), জ্যাকস ২৮(২৩), নাইম ২৫(১৯)*; পেরেরা ৪-০-১৮-৩, মেহেদি ৪-০-২৭-১।

খুলনা টাইগার্স – ১৪৪/৪ (১৮.৫ ওভার); ফ্লেচার ৫৮(৪৭), মুশফিক ৪৪(৩০)*, প্রসন্ন ২৩(১৫), রনি ১৭(১৮); নাসুম ৪-০-২৬-১, শরিফুল ৩-০-৩২-১, মেহেদী ৩.৫-০-২৪-২।

ফলাফলঃ খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...