মরিয়া বার্সা, মেসিকে লাপোর্তার ফোন

এস্পানিওলকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। কিন্তু লা লিগার শিরোপা জয়ের রাতেও যেন বার্সেলোনার মূল আলোচ্য বিষয় লিওনেল মেসি বার্সায় আসছেন কি না। তাই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকেও কথা বলতে হলো মেসির দলে ফেরা ইস্যুতে। লাপোর্তাও জানালেন, মেসিকে দলে ভেরাতে তিনি নিজেই যোগাযোগ করছেন ক্লাবের ইতিহাসের সেরা এই ফুটবলারের সাথে।

লাপোর্তা জানান ২০২১ সালে মেসি যখন ক্লাব ছাড়েন তখন ক্লাবের পরিস্থিতি সম্পর্কে মেসিকে বুঝিয়েছেন তিনি। কেন তারা মেসির সাথে তখন চুক্তি নবায়ন করতে পারেনি সেই সম্পর্কে মেসির সাথে খোলামেলা কথাও হয়েছে লাপোর্তার।

লাপোর্তা বলেন, ‘আমি মেসির সাথে কথা বলে তাকে বুঝিয়েছি তখন কেন ক্লাবটিকে আমার সব কিছুর উর্ধ্বে রাখতে হয়েছে। এমন কি বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকেও।’

পিএসজিতে মেসিকে পার করতে হচ্ছে খারাপ সময়। এই সময় মেসির পাশেই দাঁড়াচ্ছেন লাপোর্তা। তিনি বলেন, ‘সে এখনো প্যারিসে আছে এবং খারাপ অবস্থায় আছে। আমরা তাকে বার্তা পাঠিয়েছি। সত্য কথা হলো,আমাদের কথোপকথন ইতিবাচক এবং ভালো হয়েছে। বিশ্বকাপ জেতার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা অনেক বছর ধরে দুইজন দুইজনকে চিনি।’

মেসির সৌদি আরবের আল হিলালে যোগ দেবার গুঞ্জন নিয়েও কথা বলেন লাপোর্তা, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। যেকোনো কোচই তাকে দলে পেতে চাইবে। সৌদি আরবের প্রতি সম্মান রেখেই বলছি, বার্সেলোনা মানে বার্সেলোনাই। সেই সাথে বার্সেলোনা তাঁর বাড়ি। ক্লাব পুরো বিশ্বের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এই বিষয়ে।’

মেসিকে বার্সায় ফেরাতে সবই করবে বার্সা এমনটাই জানান লাপোর্তা।তবে আর্থিক কারণে যে বার্সার হাত বাঁধা সে কথাও মনে করিয়ে দিলেন তিনি।

বার্সা কেন আলাদা সে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ইতিহাস আছে এবং আমাদের ৪০০ মিলিয়নের বেশি সমর্থকদের বিষয়টা অনেক শক্তিশালী। আমরা মেসিকে ভালোবাসি। তবে তাকে আনতে আমরা বড় অঙ্কের অর্থের দিকে যাব না। ক্লাবকে এখন মিতব্যায়ীভাবে চলতে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link