ইস্যু সৌরভ গাঙ্গুলি, নেতৃত্ব ভাঙনের সুর দিল্লী ক্যাপিটালসে

ফ্রাঞ্চাইজি ক্রিকেট চিত্রে এমন নিদর্শন এই প্রথমবার। তবে একটা বিষয় সুনিশ্চিত। দলের মালিকানাগত এ বিভাজনের প্রভাব দলেও পড়বে। আগামী আইপিএলের নিলাম থেকে শুরু করে টুর্নামেন্টে দিল্লী ক্যাপিটালস কতটুকু জ্বলে উঠবে তা  ভাগ্যদেবই বলে দেবে।

এক প্রকট নেতৃত্ব সংকটে ভারতীয় প্রিমিয়ার লিগের(আইপিএল) দল দিল্লী ক্যাপিটালস। দেখা দিয়েছে ক্ষমতার বিভক্তি। প্রভাব পড়েছে কোচ নির্বাচনেও।

আইপিএল দল দিল্লী ক্যাপিটালসের মালিকানার দুই সারথি জিএমআর ও জেএসডাব্লিউ গ্রুপ। দিল্লীর দল দিল্লী ডেয়ারডেভিলস জিএময়ার গ্রুপের অধীনে ২০০৮ সালে আইপিএল যাত্রা শুরু করে। পরে অর্ধেক অংশীদার হিসেবে ২০১৮ সালে সেখানে যুক্ত হয় জেএসডাব্লিউ গ্রুপ।

সেই সময় থেকে দলটি দিল্লী ক্যাপিটালস নামে যাত্রা শুরু করে। দলের কোচ হিসেবে নিযুক্ত হন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং।

যার নেতৃত্বে ক্যাপিটালসরা ২০১৯ ও ২০২১ সালে সফল প্লে অফ নিশ্চিত করে। জেনে রাখা ভাল, পন্টিংয়ের ছায়াতেই ২০২০ সালে তারা প্রথমবারের মতো আইপিএল ফাইনাল খেলার সুযোগ পায়। তবে এই সাত বছরের  শিরোপা ক্ষরাকে সাথে নিয়েই দিল্লী ছাড়ছেন রিকি পন্টিং।

সেক্ষেত্রে কোচ হবার প্রবল সম্ভাবনা ছিল সাবেক বিসিসিআই সভাপতি ও ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। এর কারণটাও স্পষ্ট। ২০১৯ সালে দলের উপদেষ্টা হিসেবে যোগ দেন সৌরভ। গত মৌসুমেও ছিলেন ফ্রাঞ্চাইজির ক্রিকেটীয় ডাইরেক্টর।

তবে এখানেই দেখা দেয় গোলযোগ। গত ১৮ অক্টোবর দলের দুই পক্ষের দুটি প্রেস রিলিজ বের হয়। প্রথমটির নেপথ্যে ছিল জেএসডব্লিউ গ্রুপ। যেখানে তারা গাঙ্গুলিকে আবারও তাদের ক্রিকেটীয় ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেন। সাথে তাকে জেএসডব্লিউ গ্রুপের ক্রিকেটীয় দায়িত্বে থাকবেন।

আইপিএল পট তখন কিছুটা ঘোলাটে হয়ে পড়ে। কে হবে দিল্লী ক্যাপিটালসের ভবিষ্যত দীক্ষাগুরু। নিরবতার  কুয়াশা ভেঙে ঘন্টা খানেকের মধ্যেই প্রেস রিলিজে দিল্লী ক্যাপিটালস তাদের পথপ্রদর্শক হিসেবে পরিচয় করিয়ে দেয় হেমাঙ বাদানির সাথে। পাশাপাশি দলের ক্রিকেটীয় ডাইরেক্টর হিসেবে ভেনুগোপাল রাওকে নিযুক্ত করা হয়।

যদিও দুই পক্ষের কোনো দ্বন্দ্বের দেখা মেলেনি। তবে দলের নেতৃত্বে ছিল দৃশ্যমান সংকটের কালো মেঘ। গাঙ্গুলির প্রতি পার্থ জিন্দাল ও জেএসডব্লিউ সমর্থনের বিষয়টাও স্পষ্ট হয়ে ওঠে।

তবে কোচ নির্বাচনে দুই পক্ষের কিছুটা হলেও সমঝোতা রয়েছে। গত আইপিএলেই মালিকপক্ষের জিন্দাল ও কিরণ কুমার গ্রান্ধি ভারতীয় কোচ আনার সিদ্ধান্ত নেয়। সেখানে তারা এখনও অটুট। মিডিয়া বাতাসে এ নিয়ে আরেকটা বিষয়ও ভাসছে। মালিকপক্ষের এক সভায় সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে দলের কোচ হিসেবে আনার কথা ওঠে।

কারণ হিসেবে গাঙ্গুলির ও অধিনায়ক পান্তের সাথে যুবরাজের সু-সম্পর্কের কথা ওঠে। । এসময়েই গ্রান্ধি ও জিন্দালের মত বিরোধ দেখা দেয়। দু’জনেই ভিন্ন মতে দল চালানোতে আগ্রহ দেখান। যেখানে গ্রান্ধি গাঙ্গুলির নেতৃত্বের বিরুদ্ধে ছিলেন। আর জিন্দাল গাঙ্গুলির পক্ষে।

ফলে দু’পক্ষ এক অদ্ভুত সিদ্ধান্তে পৌছে। যেখানে প্রতি দু’বছর পর পর দলের দায়িত্বে পরিবর্তন আসবে। প্রথম দু’বছর দিল্লী  ক্যাপিটালসের দায়িত্বে থাকবে জিএমআর গ্রুপ। অন্যদিকে, নারী ক্রিকেটের ফ্রাঞ্চাইজির দায়িত্বে থাকবে জেএসডব্লিউ গ্রুপ।

আসছে আইপিএল মেগা অকশনে নব্য এ নীতির প্রয়োগ দেখতে মুখিয়ে থাকবে ক্রিকেট পাড়া। যেখানে জিএময়ারের আট সদস্যের সাথে থাকবেন গাঙ্গুলি-সহ জেএসডাব্লিউর তিন সদস্য।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট চিত্রে এমন নিদর্শন এই প্রথমবার। তবে একটা বিষয় সুনিশ্চিত। দলের মালিকানাগত এ বিভাজনের প্রভাব দলেও পড়বে। আগামী আইপিএলের নিলাম থেকে শুরু করে টুর্নামেন্টে দিল্লী ক্যাপিটালস কতটুকু জ্বলে উঠবে তা  ভাগ্যদেবই বলে দেবে।

 

Share via
Copy link