তিলক ভার্মা আর রিঙ্কু সিং— এ দুই ক্রিকেটারকেই ভাবা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। এরই মধ্যে এ দুই ক্রিকেটার জায়গা করে নিয়েছেন ভারতের টি-টোয়েন্টি দলে। একজন সামলান মিডল অর্ডার। অন্যজন স্লগ ওভারে পাওয়ার হিটিংয়ের মাধ্যমে দলকে এনে দেন দুর্দান্ত সংগ্রহ।
তবে তিলক ভার্মা মিডল অর্ডারে ব্যাটিং করলেও রিঙ্কু সিংয়ের কাছে থেকে নিতে চান ফিনিশিংয়ের দীক্ষা। এ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তরুণ এ ক্রিকেটার বলেন, ‘আমি রিঙ্কু কাছে ফিনিশিং শিখছি। সে যেভাবে ধারাবাহিকভাকে দলকে দারুণ ফিনিশিং এনে দিচ্ছে, তা দুর্দান্ত। আশা করছি, আসন্ন ম্যাচগুলোতে সেই রোলে আমি ভাল কিছু করতে পারব।’
এরই মধ্যে ভারতের জার্সি গায়ে ১১ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তিলক ভার্মা। তাতে ২ হাফ সেঞ্চুরি সহ ১৪০ স্ট্রাইকরেটে ব্যাটিং করে এখন পর্যন্ত দারুণ আস্থার প্রতিদান দিয়েছেন এ ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটের এ পর্যায়ে এসে কোনো চাপ অনুভূত করছেন কিনা এ প্রশ্নে তিলক বলেন, ‘আমার উপর প্রত্যাশার কোনো চাপ নেই। দলে আমার নির্দিষ্ট রোল রয়েছে। আমি পাঁচ নম্বরে খেলছি। আর পজিশন অনুযায়ী আমি ম্যাচে স্ট্রাইক রোটেট করে খেলছি। আমি এভাবেই খেলতে চাই।’
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘আগের ম্যাচে ওভার প্রতি ১০ রান দরকার হচ্ছিল। আর সে সময়ে লেগ স্পিনাররা বোলিং প্রান্তে ছিল৷ তাই আমি চার্জ করতে চেয়েছি তাদের উপর। আমি স্পিনারদের সামলেছি। আর সুরিয়াকুমার যাদব পেসারদের উপর চড়াও হয়েছিল।’