দুয়োধ্বনির বিপরীতে নির্বাক লিটনের ব্যাট দেয় সকল জবাব

লিটন দাস ফের মনে করালেন মেলবর্নের সেই বিরাট কোহলিকে। ম্যাচের ভারিক্কি হয়ত সেদিনের ভারত-পাকিস্তান ম্যাচের মত নয়। তবুও লিটনের এই শট এক ফালি স্বস্তির শুভ্রতা ছড়িয়ে দেয়। 

লিটন দাস ফের মনে করালেন মেলবর্নের সেই বিরাট কোহলিকে। গুড লেন্থের স্লোয়ার বল, ব্যাকফুটে দাঁড়িয়ে লং অফ দিয়ে ছক্কা হাঁকালেন লিটন দাস। ম্যাচের ভারিক্কি হয়ত সেদিনের ভারত-পাকিস্তান ম্যাচের মত নয়। তবুও লিটনের এই শট এক ফালি স্বস্তির শুভ্রতা ছড়িয়ে দেয়।

ফর্মহীন লিটনকে লড়াই চালাতে হচ্ছে দু’টো। নিজেকে ফর্মে ফেরানোর লড়াইয়ের পাশাপাশি তাকে লড়াই করতে হচ্ছে নিজ দেশের দর্শকদের সাথেও। অবাক দৃষ্টিতে, অসহায় বদনে লিটন দাঁড়িয়ে সহ্য করেছেন দর্শকদের দুয়োধ্বনি। নিজভূমে দাঁড়িয়ে এমন দৃশ্য নিশ্চয়ই হৃদয়কে ছিড়েখুড়ে ফেলে। বিক্ষিপ্ত কাঁচের টুকরোর মত চুরমার হয়েছিল লিটনের অন্তর।

লিটন নিজের মধ্যে চাপা ক্ষোভটা উগড়ে দিলেন মাঠের ক্রিকেটেই। আরও একটি অর্ধশত ছাড়ান ইনিংস খেললেন তিনি ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। তলানিতে থাকা দলটার কাণ্ডারি হয়ে উঠেছেন ফর্ম ফিরে পাওয়া লিটন দাস। চন্দ্রবিন্দু ব্যান্ডের ‘এভাবেও ফিরে আসা যায়’ গানটা চাইলেই জুড়ে দেওয়া যায়।

ক্রিকেটারদের ফর্ম হারানো তো নিত্যদিনের ঘটনা। তার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়াও যথার্থ। কিন্তু তাই বলে দুয়োধ্বনি নিশ্চয়ই নয় তার প্রাপ্য। ক্যারিয়ারের এমন কঠিন সময়ে তার তো সহমর্মিতাই প্রত্যাশা করার কথা। কিন্তু তিনি সেটি পাননি। তাতে কি? লিটন নিজেকে ফিরে পাওয়ার মিশনটা চালিয়ে যাচ্ছেন। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়েই হয়ত সকলের প্রত্যাশিত সেই লিটন আবারও ফিরতে চলেছে।

এখন অবধি এবারের বিপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪৮ বলে ৭০ রানের ইনিংসটি একাদশ বিপিএলে তার তৃতীয় পঞ্চাশোর্ধ ইনিংস। একটি সেঞ্চুরি আর দুইটি হাফসেঞ্চুরি, সেই সাথে মাঝারি মানের বেশ কিছু ইনিংস যুক্ত করেছেন তিনি নিজের নামের পাশে।

প্রায় ৫৩ গড়ে ৩১৬ রান করা লিটনকে কি এখনও দুয়োধ্বনি শুনতে হবে? নাকি তার নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সঙ্গ দেবে এদেশের দর্শকরাও?

Share via
Copy link