লিটন ইজ কামিং ব্যাক!

তবে এত ঝঞ্জাট পেরিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে গেলেন লিটন। হয়ত সব ছাপিয়ে ইনিংসটাতে আত্নবিশ্বাসই খুঁজবেন। লিটন। লিটন ছন্দে ফিরুক সেটাই তো চায় দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকেরা। সামনেই যে এশিয়া কাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। তিনি রানে ফিরলে তো হাসবে দেশের ক্রিকেটও।

মিড অনে আলতো করে বলটা ঠেলে দিয়ে একটা সিঙ্গেল। লিটন দাসের বুক থেকে যেন বিশাল বড় একটা পাহাড় সরে গেল এই একটা রানে। লিস্ট-এ ক্রিকেটে নিজের ৩০ নম্বর ফিফটি তুলে নিয়ে স্বস্তির হাসি হাসলো লিটনের ব্যাট। যদিও ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ফিরে গেছেন ৬২ বলে পাঁচ চার আর এক ছক্কায় ৬০ রান করে।

সাম্প্রতিক সময়ে লিটনের ক্রিকেটীয় জীবনটা কাটছিল বেশ হাঁসফাঁস করেই। জাতীয় দল থেকে বাদ পড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় আসরে খেলতে না পারা। এমনকি ডিপিএলেও খেলবেন কি-না তা নিয়েও ছিল অনিশ্চয়তা। শেষ মূহুর্তে গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দিলেও খেলেননি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

তবে অবশেষে হেসেছে তার ব্যাট। অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেও শুরুতে খাবি খেয়েছেন অনেকটা। তবে নাইম হোসেনের  টানা দুই বলে এক ছক্কা আর এক চারে ছন্দে আসার আভাস দেন তিনি। এরপরে ৫০ বলে তুলে নিয়েছিলেন অর্ধশতক।

যদিও প্রত্যার্বতনের গল্পটা তেমন লিখতে পারেননি লিটন। ইনিংসটা বড় যে করা হয়নি, তাইবুর রহমানের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন। দলও পায়নি বড় পূঁজি। এদিনও হয়ত হারই সঙ্গী হবে লিটনদের।

তবে এত ঝঞ্জাট পেরিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে গেলেন লিটন। হয়ত সব ছাপিয়ে ইনিংসটাতে আত্নবিশ্বাসই খুঁজবেন। লিটন। লিটন ছন্দে ফিরুক সেটাই তো চায় দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকেরা। সামনেই যে এশিয়া কাপ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। তিনি রানে ফিরলে তো হাসবে দেশের ক্রিকেটও।

Share via
Copy link