সামর্থ্য দেখিয়েও পরাজয় বরণ

নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পরেও হঠাৎ ছন্দ হারিয়ে প্রোটিয়াদের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশী ব্যাটারদের! ম্যাচ শেষ হওয়ার আধাঘণ্টা আগেও জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল বাংলাদেশ দলের।

নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পরেও হঠাৎ ছন্দ হারিয়ে প্রোটিয়াদের সামনে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশী ব্যাটারদের! ম্যাচ শেষ হওয়ার আধাঘণ্টা আগেও জয়ের সম্ভাবনা উজ্জ্বল ছিল বাংলাদেশ দলের।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানেই প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা। দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটির পথে ব্যক্তিগত ১২ রানে ফিরেন লারা গডাল। পরের ওভারেই আউট হন ওলভারডটও! ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপের মুখে দক্ষিণ আফ্রিকা।

এরপর চতুর্থ উইকেটে ৩২ রান যোগ করতে ডু প্রিজ ফিরলে চতুর্থ উইকেট হারায় তারা। দ্রুত ফিরেন সুনে লুইসও। ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে প্রোটিয়ারা। তবে ষষ্ঠ উইকেটে ক্যাপ ও টাইরনের ৭১ রানের অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। ১৯০ রানে ৬ উইকেট থেকে আবারও ছন্দ হারায় দক্ষিণ আফ্রিকা।

১৭ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারিয়ে মাত্র ২০৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। ক্যাপের ৪২ ও টাইরনের ৩৯ রানে ভর করে ৭ বল বাকি থাকতে ২০৭ রানে গুড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে তৃষ্ণা ৩ উইকেট, জাহানারা ও ঋতু মনি শিকার করেন ২ টি করে উইকেট।

জবাবে সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৬৯ রান করে দলকে জয়ের দিকে একধাপ এগিয়ে নেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার। দলীয় ৬৯ রানে শামিমা ফিরলেই শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।

টানা উইকেট হারিয়ে ১৬ রান যোগ করতে ৮৫ রানেই শেষ ৪ উইকেট! হটাৎ ছন্দপতনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। এরপর পঞ্চম উইকেটে ২৫ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও রুমানা আহমেদ, সালমা খাতুনরা এক ওভারের ব্যবধানে ফিরলে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

তখনো একপ্রান্তে থিতু নিগার সুলতানা। বাংলাদেশের শেষ ভরসা। সপ্তম উইকেটে ঋতু মনির সাথে ৫৩ রানের জুটি গড়ে আবারও দলকে জয়ের আসা দেখায় নিগার। কিন্তু এরপর দলীয় ১৬৬ রানে ৪২ রান বাকি থাকতে ব্যক্তিগত ২৭ রানে ঋতু ফিরলে দ্রুতই ফিরেন নিগারও!

১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ নারী দল। এরপর শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ১৭৫ রানে থামে বাংলাদেশ নারী দলের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে আয়াবঙ্গা খাকা একাই নেন ৪ উইকেট।

  • সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা নারী দল – ২০৭/১০ (৪৯.৫ ওভার); ওলভারডট ৪১ (৫২), ক্যাপ ৪২ (৪৫), টাইরন ৩৯ (৪০); তৃষ্ণা ১০-০-৩৫-১, জাহানারা ৯-১-২৮-১, ঋতু ৯.৫-০-৩৬-২।

বাংলাদেশ নারী দল – ১৭৫/১০ (৪৯.৩); শারমিন ৩৪ (৭৭), নিগার ২৯ (৫৯), ঋতু ২৭ (৩৮), শানিমা ২৭ (৫০); খাকা ১০-৩-৩২-৪, কিয়াস ১০-১-৩৬-২।

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...