১৫ মে ২০০৪। তারিখটি আর্সেনাল ফুটবল ক্লাবের ইতিহাসে চিরকালের জন্য স্মরনীয় হয়ে আছে। কারণ সেই দিনটিতে ইংলিশ ক্লাবটি প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবং গানার্সরাই প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছে।
কিংবদন্তি ফরাসি ম্যানেজার আর্সেন ওয়েঙ্গারের তত্ত্বাবধানে ২০০৩/০৪ মৌসুমে ‘অজেয়’ হয়ে উঠেছিল আর্সেনাল। সেবার লিগে ৩৮ ম্যাচে ২৬টি ম্যাচ জিতেছে এবং বাকি ১২টি ম্যাচ ড্র করেছিল।
আর্সেনালের ‘দ্য ইনভিনসিবলস’ দলটি ইংলিশ লিগের ইতিহাসের অন্যতম সেরা দল। ওয়েঙ্গারের শিষ্যরা প্রায় দুই দশক আগে ইতিহাস রচনা করেছিলেন, এবার সেই দলের নিয়মিত একাদশের সদস্যরা আর্সেনাল ছাড়ার পর কি করেছিলেন বা এখন কি করছেন সেটা দেখে নেয়া যেতে পারে। সেই মৌসুমে নিয়মিত ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের নিয়েই এই আয়োজন।
- জেনস লেহম্যান
জার্মান গোলরক্ষক জেনস লেহম্যান নিজের ক্যারিয়ারে আর্সেনালে দুই দফায় খেলেছিলেন। একবার ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত, আরেকবার ২০১১ সালে। আর্সেনাল ছাড়াও তিনি বরুশিয়া ডর্টমুন্ড এবং এসি মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছেন। ২০১১ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই জার্মান।
অবসরের পর, ২০১৭ সালে আর্সেনালের গোলকিপিং কোচ হিসেবে যোগ দেন লেহম্যান৷ কিন্তু এক বছর পরেই তিনি অগসবার্গে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০২০ সালে হার্থা বার্লিনের উপদেষ্টা বোর্ডের সদস্যপদ পেয়েছিলেন আর্সেনাল তারকা। তবে ২০২১ সালের মে মাসে, তাকে তার ভূমিকা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
- সোল ক্যাম্পবেল
ইংলিশ ডিফেন্ডার সোল ক্যাম্পবেল ২০০১ সালে প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার থেকে আর্সেনালে যোগ দেন। এরপর গানার্স শিবিরে ক্লাবে পাঁচ মৌসুম কাটিয়েছিলেন তিনি। পরে ২০০৯/১০ মৌসুমে পুনরায় আর্সেনালে ফিরে এসেছিলেন। এর মাঝে তিনি পোর্টসমাউথ এবং নটস কাউন্টি এফসি-এর হয়ে খেলেন।
শেষপর্যন্ত ২০১১ সালে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলার পর নিজের অবসরের ঘোষবা দিয়েছিলেন এই আইকনিক ডিফেন্ডার। ২০১৭ সালে সোল ক্যাম্পবেল ডেনিস লরেন্সের সহকারী কোচ হিসেবে ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় দলে যোগ দেন।
এক বছর পর তিনি ম্যাকলসফিল্ড টাউনের কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে ক্যাম্পবেল লিগ ওয়ানের ক্লাব সাউথেন ইউনাইটেড যোগ দেন। সেখানে তিনি জুন ২০২০ পর্যন্ত তাদের প্রধান কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন।
- অ্যাশলে কোল
অ্যাশলে কোল মূলত আর্সেনালের যুব একাডেমির শিক্ষার্থী। অ্যাকাডেমি থেকেই তাকে ১৯৯৯ সালে সিনিয়র দলে উন্নীত করা হয়। তিনি ২০০৬ সাল পর্যন্ত ক্লাবে ছিলেন। এবং এর পরে চেলসিতে যোগ দিয়ে সেখানে পরবর্তী আটটি মৌসুম কাটিয়েছিলেন কোলে।
এছাড়া তিনি ইতালির এএস রোমা এবং লা গ্যালাক্সির হয়েও খেলেছিলেন। এবং ২০১৯ সালে ডার্বি কাউন্টির হয়ে ছয় মাস খেলার পরে, কোলে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল কোলকে।
- কোলো তোরে
কোলো তোরে ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত গানারদের হয়ে খেলেছিলেন। পরে তিনি ম্যানচেস্টার সিটিতে চলে যান। এছাড়া ক্যারিয়ারে লিভারপুল এবং সেল্টিকের হয়েও খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৭ সালে পেশাদার ফুটবল থেকে নিজের বুটজোড়াকে অবসর পাঠান তিনি।
ফুটবল থেকে অবসর নেওয়ার পরপরই, তৌরে আইভরি কোস্টের অনূর্ধ্ব দলের কোচিং স্টাফের সাথে যোগ দেন। এছাড়া ২০১৭ সালের সেপ্টেম্বরে, তিনি সেল্টিকে ব্রেন্ডন রজার্সের কোচিং স্টাফের সাথে যোগ দেন। এবং দুইবছর পরে রজার্স লেস্টার সিটিতে যোগদানের পর, তোরেও সেখানে যোগ দেন৷
- লরেন
ক্যামেরুনিয়ান ফুটবলার লরেন ২০০০ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্সেনালে খেলেছিলেন। বিদায়ের পর তিনি পোর্টসমাউথে চলে যান যেখানে তিনি পরের দুই মৌসুম কাটিয়েছিলেন।
২০১০ সালে তিনি কর্দোবা ক্লাবে একটি মৌসুম কাটানোর পর পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা দিয়েছিলেন। লরেন বর্তমানে আফ্রিকা মহাদেশে আর্সেনালের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত।
- জিলবার্তো সিলভা
সাবেক ব্রাজিলিয়ান জিলবার্তো সিলভা ২০০২ সালে আর্সেনালে যোগ দেন। এবং পরবর্তী ছয় মৌসুম তিনি দলটির মাঝমাঠ সামলেছিলেন। ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি পানাথিনাইকোস, গ্রেমিও এবং অ্যাটলেটিকো মিনেইরোর মতো ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে খেলেন।
অবসরের পর জিলবার্তো সিলভা প্যানাথিনাইকোসে ক্লাবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন কিন্তু কয়েকমাস পরেই তিনি চাকরিটা ছেড়ে দেন। সিলভা বর্তমানে একটি ফুটবল কনসালটেন্সি ব্যবসা চালান। এবং এর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের স্বদেশী ফুটবলার ফ্রেডের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
- প্যাট্রিক ভিয়েরা
ফরাসি মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরা আর্সেনালের অজেয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নয়টি মৌসুম ক্লাবটির হয়ে মাঠে নেমেছিলেন। ক্যারিয়ারের বাকিটা সময় তিনি জুভেন্টাস, ইন্টার মিলানের হয়ে খেলেন।
অবশেষে ম্যানচেস্টার সিটিতে খেলার পর অবসর নেন। পরবর্তীতে তিনি আমেরিকান লিগের দল নিউ ইয়র্ক সিটি এফসি-এর ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি লিগ দল নাইস-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন৷ বর্তমানে প্যাট্রিক ভিয়েরাকে ক্রিস্টাল প্যালেসের হেডকোচের দায়িত্ব দেয়া হয়েছে।
- ফ্রেডি লক্সমবার্গ
সুইডিশ ফুটবলার ফ্রেডি লক্সমবার্গ ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্সেনালের জার্সি দখলে রেখেছিলেন। লজংবার্গ পরে শিকাগো ফায়ার এবং স্কটিশ জায়ান্ট সেল্টিকের হয়ে খেলেন। তাছাড়া এই মিডফিল্ডার ভারতের সুপার লিগ আইএসএলের উদ্বোধনী মৌসুমে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। সেখানেই অবসর নেন তিনি।
অবসরের পর লক্সমবার্গ আর্সেনাল অনূর্ধ্ব ১৫ এবং অনূর্ধ্ব ২৩ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি উলফসবার্গের সহকারী কোচ ছিলেন। আবার উনাই এমেরি’র বিদায়ের পর গানারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও বেশ লম্বা সময় ধরে পালন করেছিলেন লক্সমবার্গ। তবে ২০১৯-২০ মৌসুমের পর তিনি ক্লাব থেকে বিদায় নেন।
- এডুয়ার্ডো গ্যাসপার
মিডফিল্ডার এডুয়ার্ডো গ্যাসপার ২০০১ সালে আর্সেনালে যোগ দেন। এবং চার বছর এই ক্লাবের হয়ে খেলার পর তিনি ভ্যালেন্সিয়া এবং করিন্থিয়ানস মত ক্লাবের হয়ে চুক্তি স্বাক্ষর করেছিলেন। ২০১০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন এই ব্রাজিলিয়ান।
অবসর গ্রহণের পর, তিনি করিন্থিয়ানসের ফুটবল পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এছাড়া ২০১৪ বিশ্বকাপে ইরান জাতীয় দলের কোচিং স্টাফেরও অংশ ছিলেন। ২০১৯ সাল থেকে তিনি আর্সেনাল দলের পরিচালক হিসাবে কাজ করছেন।
- রবার্ট পিরেস
ফরাসি কিংবদন্তি রবার্ট পিরেস ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ছয়টি মৌসুমে নর্থ লন্ডন ক্লাবের হয়ে খেলেছেন। পরে তিনি স্পেনের ভিলারিয়াল এবং ইংল্যান্ডের অ্যাস্টন ভিলার জার্সি গায়ে জড়িয়েছিলেন।
সাবেক ক্লাব সতীর্থ লজংবার্গের মত ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) উদ্বোধনী মৌসুমে তিনিও খেলছিলেন। সেবার এফসি গোয়ার হয়ে খেলার পর পাইরেস পেশাদার ফুটবল থেকে অবসর নেন।
- ডেনিস বার্গক্যাম্প
আর্সেনালের হয়ে খেলা সেরা তারকাদের একজন হলেন ডেনিস বার্গক্যাম্প। প্রায় এক যুগ তিনি লন্ডনের ক্লাবটির হয়ে খেলেছিলেন। এর আগে অবশ্য তিনি ইন্টার মিলান ও আয়াক্সের হয়ে খেলেছেন। ২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন এই ডাচ স্ট্রাইকার।
বার্গক্যাম্প ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আয়াক্সের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি, তিনি ডাচ সাইড আলমেরে সিটিতে খন্ডকালীন কোচিং করিয়েছেন।
- থিয়েরে অঁরি
থিয়েরি অঁরি সম্ভবত আর্সেনালের অজেয় দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ন সেনাপতি। এই আর্সেনাল কিংবদন্তি দলটির সাথে ১৯৯৯ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সময় কাটান এরপর ২০১২ সালে একটি ধারে নিউইয়র্ক রেডবুলসের সাথে খেলতে গিয়েছিলেন।
এর দুই বছর পরেই পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করেন ফরাসি কিংবদন্তি। অবসর গ্রহণের পর, হেনরি ২০১৬ সালে সহকারী কোচ হিসেবে বেলজিয়াম জাতীয় দলে যোগ দেন এবং সেখানে বছর দুয়েক কাজ করেন। ২০১৮ সালে তিনি স্বদেশি ক্লাব এএস মোনাকোতে প্রধান কোচ হিসেবে যোগদান করেন।
২০২১ সালে তিনি আবার বেলজিয়ামের জাতীয় দলে যোগ দেন। গত ইউরো আসরে বেলজিয়ান কোচ রবার্তো মার্টিনেজের সহকারী ছিলেন অঁরি। কোচিংয়ের বাইরেও বিভিন্ন টিভি চ্যানেলে ফুটবল বিশ্লেষকের কাজ করেন তিনি।